২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডের প্রথম উইকেট মিরাজের

ব্যাট করছেন মার্টিন গাপটিল - ছবি : সংগৃহীত

২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে ১০৩ রানে প্রথম উইকেট হারিয়েছে কিউইরা। বাংলাদেশের বোলার মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান হেনরি নিকোলাস।

মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে তিনি সংগ্রহ করেন ৫৩ রান। ৮০ বল খেলে ৫টি বাউন্ডিারির সাহায্যে এ রান সংগ্রহ করেন হেনরি। অপর ওপেনার গাপটিল অপরাজিত রয়েছেন ৪৮ রানে। তার সঙ্গে এখন জুটি বেঁধেছেন কেন উইলিয়ামসন।


এর আগে নিজেদের সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশ। এক পর্যায়ে মোহাম্মদ মিঠুনের ৬২ ও সাইফুদ্দিনের ৪১ রানে দুইশ পার করে বাংলাদেশ। এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩০, মেহেদি হাসান মিরাজ ২৭ বলে ২৬, মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমান ১৩ রান করে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ৯, তামিম ইকবাল-মুশফিকুর রহিম ৫ রান করে, লিটন দাস ১ ও মোস্তাফিজুর রহমান শূন্য রান করেন।


নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার ও বোল্ট তিনটি করে এবং ফার্গুসন ও হেনরি দুটি করে উইকেট লাভ করেন।


টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। নেপিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।


বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।


নিউ জিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লাকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার।


আরো সংবাদ



premium cement