২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ - ছবি ইএসপিএনক্রিকইনফো

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে। রান করেছে ৫০। এখন ব্যাট করছেন মাহমুদুল্লাহ ও মোহাম্ম মিঠুন।
শুরু থেকেই বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে। শুরুতে বিদায় নেন তামিম ইকবাল। তিনি করেছিলেন ৫ রান। এরপর লিটন দাস (১), মুশফিকুর রহীম (৫), সৌম্য সরকার ৩০ রান করেন। সৌম্য প্রতিরোধ করেছিলেন। তিনি ২২ বলে ৩০ রান করেছেন ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে।
নিউজিল্যান্ডের হেনটি ও বোল্ট দুটি করে উইকেট নিয়েছেন।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। নেপিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।

বাংলাদেশ দলের সদস্যরা হচ্ছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড সফর মিস করে নির্বাচনী অনুষ্ঠানে সক্রিয় সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফাইনালে আঙ্গুলে পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ মিস করছেন সাকিব। আর এই সুযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

মঙ্গলবার ‘সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সবল আধুনিক ঢাকা’ স্লোগান নিয়ে ডিএনসিসি উপনির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এই অনুষ্ঠানে অন্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন সাকিবও। এতে তাকে বেশ প্রাণবন্ত মনে হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে দলের অংশ হতে না পারার কোন দুঃখ তার চেহারায় ফুটে উঠেনি। বরং সাকিবকে দেখে মনে হয়েছে, আগামি মার্চে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর আগে তিনি প্রকৃতি প্রদত্ত একটি ছুটি পেয়ে গেছেন। অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো।


বিসিবির চিকিৎসক জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি অলরাউন্ডারকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিরে আসতে আরো সময় লাগবে তার। ফলে টেস্ট সিরিজটাও মিস করার সমূহ সম্ভাবনা তার। এক কথায় কিউইদের সাথে বাংলাদেশের হয়ে সাকিবের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

নিউজিল্যান্ডে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও আইপিএল খেলার সম্ভাবনা উজ্জল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু হবে, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ২০ ফেব্রুয়ারি। আর প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে। আর আইপিএল শুরু হবে আগামী ২৩ মার্চ।

এদিকে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, মেয়র আনিসুল হকের অপূর্ণ ইচ্ছা পূরণ এবং আধুনিক, গতিময় ও প্রগতিশীল নগরী গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।

এসময় আতিকুল ইসলাম তার বক্তব্যে নগরবাসীকে সাথে নিয়ে নগরীর সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।

আতিকুল ইসলামের ইশতেহারে আগের প্রশাসনের নেয়া প্রকল্পগুলোর পূর্ণতা দেয়া যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি প্রাধান্য পেয়েছে আধুনিক নগর গড়তে তার নতুন পরিকল্পনার কথা।

নগরীর অবৈধ স্থাপনা অপসারণ, ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার কথা সরাসরি জানানো ও সমাধান, গণপরিবহন ব্যবস্থায় ই-টিকেটিং চালু করাসহ নানা প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

সকল