১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাকিবকে নিয়ে নিউজিল্যান্ডের সাংবাদিকের প্রশ্ন

সাকিবকে ছাড়া খেলা বাংলাদেশের জন্য কতটা কঠিন? - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ড বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে। ন্যাপিয়ারে বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের পর আবারো সাকিব আল হাসানকে ছাড়া সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি।

তবে সাম্প্রতিক ফর্ম বলছে নিজেদের শেষ পাচঁ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টি, হেরেছে ১টি। নিউজিল্যান্ড জিতেছে ১টি, হেরেছে ৪টি ম্যাচ।

সাকিবের পরিবর্তন হিসেবে বেশ কয়েকটি বিকল্পের নাম ঘোরাফেরা করছে, টিম ম্যানেজমেন্টের আভাস মোহাম্মদ মিথুন খেলতে পারেন আর লোয়ার অর্ডারে নামার সম্ভাবনা রয়েছে সাইফুদ্দিনের।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিকের প্রথম প্রশ্নটাই সাকিব আল হাসানকে নিয়ে।
নিউজিল্যান্ডের এক সাংবাদিক বাংলাদেশের কোচ স্টিভ রোডসের উদ্দেশে প্রশ্ন রাখেন সাকিব আল হাসানকে ছাড়া খেলা কতটা কঠিন।

স্টিভ রোডস উত্তরে বলেন, "সাকিব খেলছেন না, সে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। সে আমাদের সাথে আসতে পারেনি, এটা আমাদের জন্য বড় ধাক্কা নিঃসন্দেহে।"

"সে আমাদের সাথেই আসেনি সে বিপিএলের ফাইনালে হাতে চোট পেয়ে মাঠের বাইরে বিশ্রামে আছেন।"

নিউজিল্যান্ডের মাটিতে খেলাটা অনেক বড় চ্যালেঞ্জ এবং বাস্তবতা মেনেই পরিকল্পনা করছেন বাংলাদেশের কোচ, "এটা একটা পাহাড়সম কাজ আমাদের জন্য, আমাদের অধিনায়ক মাশরাফিও এমনটা বলেছেন, নিউজিল্যান্ডে বাস্তবতা আমাদের আন্ডারডগই করে রাখবে।"

"এটা বিশ্বকাপের প্রস্তুতি, আমাদের স্কোয়াডটা অভিজ্ঞ। এখানে আসাটা গুরুত্বপূর্ণ ছিল, তাই পুরো সুযোগটা কাজে লাগাতে চাই আমরা," ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের দল গোছানোর বড় সুযোগ বলে মনে করেন রোডস।

আমিনুল ইসলাম বুলবুল কী বলছেন?
"যেহেতু সিরিজে চলে গিয়েছে বাংলাদেশ, সাকিব এমন একজন অলরাউন্ডার যাকে যেকোনো দলই মিস করবে, তবে দলের মধ্যে রিপ্লেসমেন্ট আছেন এবং আমরা ভরসা করছি যে তারা পারফর্ম করবে," বলছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

তবে কন্ডিশনের কথা আলাদাভাবে বলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

"বিশ্বব্যাপী উইকেট ব্যাটিং সহায়ক হয়ে উঠছে, তাই কন্ডিশন তেমন বড় ব্যাপার নয়। মাঠের সাইজটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু সেখানে মাল্টিপারপাজ স্টেডিয়াম সেখানে মাঠের সাইজ কখনো বড় বা ছোট হয়।"

মি: বুলবুল এই সফরটাকে বিশ্বকাপের জার্নির অংশ হিসেবে মনে করেন।

"পঞ্চাশ ওভারের খেলায় বাংলাদেশ বেশ শক্তিশালী, এখন যে কোনো দলকেই হারাতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ড বেশ শক্তিশালী ব্যাটিং দল, তারা পঞ্চাশ ওভারের খেলায় অ্যাডভানটেজ পাবে।"

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডে খেলতে গিয়ে খুব বেশি অসুবিধা হবার কথা নয় বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল।

"সময়ের দূরত্বটা থাকে, নতুন টাইম জোন বা আবহাওয়া, কিন্তু আমাদের ক্রিকেটাররা বেশ পেশাদার, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা দিয়ে এই সমস্যাগুলো সামলে নিবেন ক্রিকেটাররা।"

পরিসংখ্যান কী বলছে?
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ দ্বৈরথে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান।

৩০.২৬ গড়ে সাকিব ২১ ইনিংসে ৫৭৫ রান তোলেন। দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল ৫৪০ রান ও ২৭.৮৯ গড় নিয়ে।

মুশফিকুর রহিম ২৮.৬৬ গড় নিয়ে ৫১৬ রান তুলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

বোলিংয়ে সাকিব আল হাসান ২১ ইনিংসে ৩৫টি উইকেট নিয়েছেন। এখানেও তিনিই সর্বোচ্চ।

রুবেল হোসেন ২১টি ও মাশরাফি বিন মর্তুজা ১৭টি উইকেট নিয়েছেন।

সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement