২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেটকে কঠিন চ্যালেঞ্জ দিলো খুলনা

ব্যাট করছেন মাহমুদুল্লাহ - সংগৃহিত

বিপিএলের তৃতীয় ধাপের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে কঠিন চ্যালেঞ্জ দিলো খুলনা টাইটানস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭০ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় সিলেট।

ব্যাট হাতে শুভ সূচনা করে খুলনা টাইটানস। দুই ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকী ৪১ বলে ৭৩ রানের সূচনা করেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। টেইলর ৩১ বলে ৪৮ ও জুনায়েদ ২৩ বলে ৩৩ রান করেন।

এরপর মিডল-অর্ডারে দলের চার ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। তবে শেষ দিকে দক্ষিণ আফ্রিকার ডেভিড উইসের মারমুখী ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় খুলনা। দুটি বাউন্ডারি ও ছক্কায় ২৫ বলে ৩৮ রান করেন ওয়াইস।

সিলেটের পক্ষে অলক কাপালি ২২ রানে চারটি উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার লিটন দাস। শূন্য হাতে শুভাশিষ রায়ের বলে বিদায় নেন তিনি।

এখন ক্রিজে আছেন সাব্বির রহমান ও আফিফ হোসেন। দলের সংগ্রহ ৩.৪ ওভারে ১ উইকেটে ২৭ রান।

আজ সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন সোহেল তানভির। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ইনজুরিতে পড়ে দেশে পিরে যাওয়ায় দায়িত্ব পান এই পাকিস্তানি বোলার।

খুলনা একাদশ : আল আমিন, জুনাইদ সিদ্দিকি, ব্রেন্ডন টেইলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, ডেভিড উইসে, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনাইদ খান, শুভাশিস রায়।

সিলেট একাদশ : লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকের আলী, নাসির হোসেন, অলোক কাপালি, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভির, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইরফান।


আরো সংবাদ



premium cement