২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মুশফিক-মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগংয়ের সহজ জয়

মুশফিকুর রহিম - সংগৃহিত

টি-২০ ম্যাচটি টি-২০ স্টাইলেই খেললেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। ৮৮ রানের অসাধারণ পার্টনারশিপ গড়ে দলকে জেতালেন এই জুটি। রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারালো চিটাগং ভাইকিংস।

এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারালো সাকিব আল হাসানের ঢাকা ডায়নামইটস। নাম্বার ওয়্ন দল হলো মুশফিকের ভাইকিংস। সাত ম্যাচে ছয় জয় নিয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ঢাকার পয়েন্ট দশ। আট ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা।

দুপুরে টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠায় চিটাগং। ব্যাট হাতে রাজশাহীর পক্ষে বড় ইনিংস খেলেন ওপেনার ইংল্যান্ডের লোরি ইভান্স। আটটি চার ও দুটি ছক্কায় ৫৬ বলে ৭৪ রান করেন তিনি।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ২০ বলে ৩৬ রান করেন। আর নেদারল্যান্ডসের রায়ান টেন দোয়েশ্চেত করেন ২০ বলে ২৮ রান।

চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ ৩০ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন রবি ফ্রাইলিংক, আবু জায়েদ ও সানজামুল ইসলাম।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানেই তিন উইকেট হারায় চিটাগং। সাজঘরে ফিরেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান। এদের মধ্যে মোহাম্মদ শেহজাদই কেবল ব্যাট চালিয়েছেন। এক ওভারে তিন বাউন্ডারি হাঁকিয়ে দলের সংগ্রহটা দ্রুত বাড়িয়েছেন । কিন্তু ব্যক্তিগত ২৫ রানে আরাফাত সানির ঘূর্নিতে কুপোকাত হয়ে সাজঘরে ফিরে গেছেন।

এর আগে দুই ব্যাটসম্যান ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও ইয়াসির আলি ফিরেছেন প্রায় খালি হাতেই।

আর নাজিবুল্লাহ জারদান ফিরেন ২৫ রানে। তার বিদায়ের পর অধিনায়ক মুশফিকের সাথে জুটি গড়েন মোসদ্দেক। চার-ছক্কার ঝড় তুলে দ্রুত দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।

অর্ধশত করেন মুশফিক। ৪৬ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আর সঙ্গী মোসাদ্দেক ২৬ বরে চার বাউন্ডারি দুটি ছক্কায় ৪৩ রান করেন।

রাজশাহীর আরাফাত সানি সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লোরি ইভান্স, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, রায়ান টেন দোয়েশ্চেত, আরাফাত সানি, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি।

চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলি, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ, রবি ফ্রাইলিংক, মোসাদ্দেক হোসেন, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।


আরো সংবাদ



premium cement