২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফ্রাইলিংককে সমীহ করেও রেহাই পেলেন না সৌম্য

-

রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে বোলিং করছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে।

ব্যাট করছিলেন রাজশাহীর ওপেনার লোরি ইভান্স ও সৌম্য সরকার।

বল হাতে শুরুটা করেন চিটাগংয়ের দুর্ধর্ষ পেসার রবি ফ্রাইলিংক। তার ওভারটি দেখেশুনে সাবধানে খেলেছেন দুই ওপেনার। সৌম্য তিন বল মোকাবেলা করে নিয়েছিলেন ১ রান। কিন্তু দ্বিতীয় ওভারে আর লাভ হলো না। তার হাতেই ঝলসে গেলেন সৌম্য। ফিরলেন ৩ রান করে।

রাজশাহীর সংগ্রহ এখন ২.১ ওভারে ১ উইকেটে ৫ রান।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লোরি ইভান্স, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, রায়ান টেন দোয়েশ্চেত, আরাফাত সানি, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি।

চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলি, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ, রবি ফ্রাইলিংক, মোসাদ্দেক হোসেন, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।


আরো সংবাদ



premium cement