২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইভান্স-ডসেটের তাণ্ডবে দুরন্ত রাজশাহী

-

রাজশাহী কিংসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ইংল্যান্ডের লোরি ইভান্স ও নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট। ১৪৮ রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন তারা। সেঞ্চুরি করেছেন ইভান্স আর হাফ-সেঞ্চুরি ডসেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী কিংস। ২৮ রানের ব্যবধানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। ওপেনার শাহরিয়ার নাফীস ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ০ ও মার্শাল আইয়ুব ২ রান করে ফিরেন।

৩৭ বলের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় রাজশাহী। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরান দুই বিদেশী ইভান্স ও ডসেট। চতুর্থ উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠেন তারা। দারুণ বোঝাপড়া গড়ে উঠে ইভান্স ও ডসেটের মধ্যে। তাই শুরুর ধাক্কা ভুলে বড় স্কোরের পথ পেয়ে যায় রাজশাহী।

দলকে ভালো স্কোর এনে দিতে গিয়ে ইনিংসের শেষ ওভারে এবারের আসরের প্রথম ও নিজের টি-২০ ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি করে দেখান ইভান্স। নিজের মুখোমুখি হওয়া ৬১তম বলে সেঞ্চুরি করেন ইভান্স। শেষ পর্যন্ত ৯টি চার ও ৬টি ছক্কা ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি।

হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া ডসেট অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ৪১ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিল। চতুর্থ উইকেট জুটিতে ইভান্স-ডসেটের ৮৩ বলে ১৪৮ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় রাজশাহী।

কুমিল্লার পক্ষে ২০ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের লিয়াম ডসন।

বিরতির পর ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে কুমিল্লা। ইতোমধ্যেই এক উইকেট হারিয়েছে তারা। ওপেনার তামিম ইকবাল সাজঘরে ফিরেছেন ২৫ রানে।

দলের সংগ্রহ ৮ ওভারে ৬১ রান।


আরো সংবাদ



premium cement