২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রানের খাতা না খুলতেই সাজঘরে

খুলনা টাইটানসের ওপেনার পল স্টারলিং - ক্রিকইনফো

চিটাগং ভাইকিংসের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে রানের খাতা না খুলেই বিদায় নিলেন খুলনা টাইটানসের ওপেনার পল স্টারলিং। আবু জায়েদের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরলেন তিনি।

এখন ক্রিজে আছেন জুনায়েদ সিদ্দিক ও আল-আমিন।

খুলনার সংগ্রহ ২ ওভারে ১ উইকেট ১৫ রান।

এর আগে বিপিএলের এবারের আসরের সবচেয়ে বড় স্কোর গড়ে চিটাগং ভাইকিংস। আগে ব্যাট করে খুলনার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলে মুশফিকুর রহীমের দল।

এই ম্যাচে শুরুতেই চিটাগংকে ঝড়ো সূচনা এনে দেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। ১৭ বলে ৩৩ রান করে তিনি যে ধারার সূচনা করেছে পরবর্তীতে তাই বজায় রেখেছে মিডল অর্ডার। তিন নম্বরে নামা চট্টগ্রামের সন্তান ইয়াসির আলী করেছেন ৩৬ বলে ৫৪ রান। তার ইনিংসে ছিলো ৫ চার ও ৩ ছক্কা।

আগের ম্যাচে যেখানে থেমেছিলেন- মুশফিক যেন আজ শুরু করেছেন সেখান থেকেই। শুরু থেকেই স্ট্রোকের ফুলঝুড়ি ছিল তার ব্যাটে। ৪১ রানের সময় মালিঙ্গাকে পরপর তিনটি চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌছান তিনি। ৩৩ বলে করেছেন ৫২।

এই তিনজনের গড়ে দেয়া ভিতের ওপর রীতিমতো তলোয়াড় চালিয়েছেন লঙ্কান দাসুন শানাকা ও আফগান নাজিবুল্লাহ জাদরান। শেষ ২ ওভারে ৩৭ রান তুলেছেন দু’জন। আর এতেই দুই শ’ ছাড়ায় স্কোর। শানাকা ১৭ বলে ৪২ ও জাদরান ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

এবারের বিপিএলে সর্বোচ্চ সংগ্রহ এটি, অন্য দিকে সব মিলে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।


আরো সংবাদ



premium cement