২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাকিবের কাছেই হেরে গেল সিলেট সিক্সার্স

সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় পায় ঢাকা ডায়নামাইটস - সংগৃহীত

ইনিংসের শুরুতে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ঢাকা ডায়নামাইটস। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ১৮ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পায় ঢাকা ডায়নামাইটস।

সাকিব ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল চারটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি। আর শেষ দিকে আন্দ্রে রাসেলের ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে খুব সহজেই জয় পায় সাকিবের ঢাকা ডায়নামাইটস।

১৫৯ রানের জবাব দিতে নেমে শুরুটা ভাল হয়নি ঢাকার। সূচনালগ্নেই মোহাম্মদ ইরফানের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মিজানুর রহমান। প্রাথমিক ঝটকা কাটিয়ে ওঠার আগেই তাসকিন আহমেদের শিকার সুনিল নারাইন। ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে থামেন তিনি।

এরপর রনি তালুকদারও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে তিনিও ফিরে যান।
এরপর সাকিব ও দারউইশ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দারউইশ ১৯ রান করেন। তবে আন্দ্রে রাসেলকে সঙ্গী করে জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব।

ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ওয়ার্নার। শুরুটাও হয় আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন লিটন দাস ও সাব্বির রহমান। দলীয় এ রানেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন লিটন। ফেরার আগে ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ঝড়োগতিতে করেন ২৭ রান। এ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরত আসেন সাব্বির।

এরপর দলের হাল ধরেন আফিফ হোসেন ও অধিনায়ক ওয়ার্নার। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল। দলীয় ৭৮ রানে অ্যান্ড্রিউ বির্চের বলে কট বিহাইন্ড হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন আফিফ।

রুবেল হোসেনের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অলোক কাপালি। আর সুনিল নারাইনের বলে সোজা বোল্ড হয়ে ইনফর্ম নিকোলাস পুরান ফিরলে হঠাৎই ধ্বংসস্তূপে পরিণত হয় সিলেট। ২ উইকেটে ৭৭ থেকে খানিকের মধ্যে স্কোর দাঁড়ায় ৮৬/৫।

এরপর জাকির আলিকে নিয়ে খেলা ধরেন ওয়ার্নার। তিনি ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। সিলেট অধিনায়ককে নাঈম শেখের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে সিলেট। ঢাকার হয়ে বির্চ নেন ৩ উইকেট। সাকিবের শিকার ২টি।


আরো সংবাদ



premium cement