২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা

-

ডান হাতি ব্যাটসম্যান আজহার আলীর পাকিস্তান দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।

এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে রাজা বলেন, ‘বড় প্রশ্ন হচ্ছে দলে আজহারের জায়গা পাওয়া নিয়ে। এছাড়া প্রথম টেস্টে সে ত্রিশ’র মত রান করেছে, সত্যি বলতে কখনোই মনে হয়নি তার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে।’

তিনি আরো বলেন, ‘সে না পারে শর্ট বল ভাল খেলতে, এমনকি মুভমেন্টের বলেও তাকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে আজহার পুরোপুরি ব্যর্থ। এ পর্যন্ত পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৩৬, ০,২, ৬ এবং ০।

রাজা বলেন এ সিরিজে আজহারকে কখনোই খুব বেশি স্বাচ্ছন্দ্য দেখা যায়নি এবং কেবল ৭০ টেস্ট খেলার অভিজ্ঞতার কারণেই দলে জায়গা পেয়েছে।

তিনি আরো বলেন, ‘সিরিজে এমন পারফরমেন্সের পরও সেরা একাদশে তার জায়গা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কম-বেশি ৭০ টেস্ট খেলার অভিজ্ঞতা। তবে আমি মনে করি দলের ভালর জন্য আপনাকে এক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কেননা দলের সকলেই এখানে এসেছে খেলতে এবং দলের জয়ে ভূমিকা রাখতে।’

এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে লেগ স্পিনার ইয়াসির শাহকে সেরা একাদশে না রাখায় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেরও সমালোচনা করেন রাজা।

তিনি বলেন, ‘শাহ’র মত ম্যাচ উইনারকে বাদ দেয়াটা টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করছি। তার সহায়ক পিচে দ্রুত ২০০ উইকেট নেয়া একজনকে আপনি কিভাবে বাদ দিতে পারেন? আমি মনে করি তার প্রতি সুবিচার করা হয়নি।’

রাজা আরো বলেন, ‘টিম ম্যানেজমেন্ট দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে দুঃশ্চিন্তায় থাকার কারণেই সে দল থেকে বাদ পড়েছে। এ থেকে বোঝা যাচ্ছে থিংক ট্যাঙ্কদের চিন্তা-ভাবনা পরিষ্কার নয়। কেননা টেস্ট ক্রিকেট হচ্ছে বিশেষজ্ঞদের খেলা।’


আরো সংবাদ



premium cement