২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা ডায়নামাইটস টানা চতুর্থ জয়

ঢাকা ডায়নামাইটস টানা চতুর্থ জয় - সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের দ্বাদশ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়ে ঢাকা ডায়নামাইটস টানা চতুর্থ জয় তুলে নিলো। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটস করেছিল ৭ উইকেটে ১৭৩ রান। জবাবে সিলেট সিক্সার্স করে ৯ উইকেটে ১৪১ রান।
সিলেট আরো বড় পরাজয় বরণ করতে পারত এদিন। পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছেন নিকোলাস পুরান। ৪৭ বলে ১ চার আর ৯টি ছক্কায় ৭২ রান করেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। সাব্বির করেন ১০ বলে ১২।

ঢাকার পক্ষে বল হাতে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৩ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন জাতীয় দলের এই পেসার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। এ ছাড়া ওপেনার ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ২৫, মোহাম্মদ নাইম অপরাজিত ২৫ সাকিব ২৩ রান ও নুরুল হাসান অপরাজিত ১৮ রান করেন। সিলেটের তাসকিন আহমেদ ৩৮ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।


আরো সংবাদ



premium cement