১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

খুলনা টাইটান্সে জুনাইদ খান

জুনাইদ খান -

শুরুতেই তার আসার কথা ছিলো খুলনা টাইটান্সে খেলতে, গত দুটি মৌসুম খেলেছেন দলটির হয়ে; কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়া জুনাইদ খানকে পায়নি খুলনা। তার বদলি হিসেবে নিয়েছিল মার্কিন পেসার আলী খানকে।

কিন্তু দুর্ভাগ্য আলী খানের, দুই ম্যাচ খেলেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, তার বদলি খুজছিলো খুলনা। ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা না হওয়ায় জুনাইদকেও ছেড়ে দিয়েছে পিসিবি। তাই দ্রুতই আলী খানের বদলি হিসেবে পরীক্ষিত জুনাইদকে দলে ভেড়াতে দেরী করেনি খুলনা টাইটান্স।

শুক্রবার সকালেই ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের বামহাতি পেসার জুনাইদ খান। ২০১৬ সালের বিপিএলে খুলনার হয়ে ১৪ ম্যাচ খেলেছেন জুনায়েদ। ২০ উইকেট নিয়ে ওই আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন বাঁহাতি পেসার। গেল মৌসুমে মাত্র দুই ম্যাচ খেলতে পারলেও নিজের ফর্ম ধরে রেখেছিলেন তিনি। নিয়েছিলেন পাঁচ উইকেট।


আরো সংবাদ



premium cement

সকল