২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খুলনাকে বড় স্কোর গড়তে দেয়নি রাজশাহী

-

বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় খেলায় আগে ব্যাট করে রাজশাহীর বিপক্ষে ১১৭ রানের সংগ্রহ পেয়েছে খুলনা টাইটান্স। রাজশাহীর
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার কোন ব্যাটসম্যানই বড় সংগ্রহ গড়তে পারেনি, গড়ে ওঠেনি বড় কোন পার্টনারশিপও। যার
কারণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকী ভালো সূচনা করলেও দ্রুতই খেলায় ফিরেছে রাজশাহীর বোলাররা। ৪০ রানে প্রথম উইকেট পরার পর ৪৪ রানেই দ্বিতীয় উইকেট তুলে নেন রাজশাহীর বোলাররা। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা আইরিশ ওপেনার স্টার্লিংকে(১৬) তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান।

পরের ওভারে জুনায়েদ সিদ্দিকীকে(২৩) ফেরান রাজশাহীর লঙ্কান পেসার ইসুরু ‍উদানা। এরপর দলীয় ৬৪ রানে আরেকটি উইকেট হারায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। এরপর দলনেতা রিয়াদ(১১) ক্রিজে এসেও স্থায়ী হতে পারেননি। তাকেও ফিরিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

শেষ দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংস দলটিকে শতরান পার হতে সাহায্য করে। রাজশাহীর বোলারদের মধ্যে উদানা ৩ ও মোস্তাফিজ ২ উইকেট নিয়েছেন।


আরো সংবাদ



premium cement