২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডবে রাশ টানলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডবে রাশ টানলেন সাকিব - ছবি : সংগৃহীত

শুরুতেই তাণ্ডব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নেমেই চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিল তারা। তবে তাদের এই ধারায় প্রথম আঘাতটি হেনেছেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফিরে গেছেন শাই হোপ। ৫.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭৮ রান।

হোপ ২৩ রান করে ফিরে গেছেন। তবে লুইস কিন্তু আছেন ক্রিজে। তিনি ৫১ রান করেছেন। ২৩ বলে তিনি ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে এই স্কোর করেন।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ : কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, শাই হোপ, শিমরোন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, ফ্যাবিয়ান এ্যালেন, এভিন লুইস, রোভম্যান পাওয়েল, ওশানে টমাস, কিমো পল, শেলডন কট্রেল।


আরো সংবাদ



premium cement