১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আমার ভুলটা কোথায়?

মনোজ তিওয়ারি - সংগৃহীত

আইপিএলের এবারের আসরের নিলামেও অবিক্রিত থেকে গেলেন মনোজ তিওয়ারি। ধারাবাহিক পারফরমেন্স করার পরও অবহেলিত। কোনো এক অজ্ঞাত কারণে অন্ধকারেই থাকতে হচ্ছে তাকে। এমনটা কেন হচ্ছে, মনোজ নিজেও বুঝতে পারছেন না। তাই প্রকাশ্যে প্রশ্ন করে বসলেন, বুঝতে পারছি না, আমার ভুলটা কোন জায়গায়?

টুইটারে মনোজ লিখেছেন, 'দেশের হয়ে সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। তার পর টানা ১৪টা ম্যাচে দলের বাইরে থাকতে হলো। ২০১৭ আইপিএলে এতগুলো ট্রফি জিতেছিলাম আমি। ভুলটা ঠিক কোন জায়গায়?'

মনোজের এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তার বঞ্চনার শিকার হওয়ার পিছনে যে কোনো অবাঞ্চিত ও অজ্ঞাত কারণ কাজ করছে, সবাই সেটা এবার বুঝতে পারছেন। কিন্তু সেই কারণ অনুসন্ধানের কাজটা এখনও বাকি।

মনোজ হতাশ হয়ে আরো লিখেন, 'আমার শেষ টুইট-টার পর আপনারা সবাই আমাকে সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন। তাও যেন এই ব্যাপারটা হজম হচ্ছে না। আমি ২০১৯ আইপিএলের অংশ নই! কিন্তু বাস্তবটা তো মেনে নিতেই হবে।'


আরো সংবাদ



premium cement