২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আইপিএল নিলাম : বাংলাদেশী ক্রিকেটারদের সম্ভাবনা কেমন?

-

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে বাংলাদেশের দু'জন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় আছেন। তারা হলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

মুশফিক চলতি বছর ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৩৫.৯০ গড়ে ৩৯৫ রান তুলেছেন, যা বাংলাদেশের সর্বোচ্চ। এই রান তোলেন তিনি ১৩৫.২৭ স্ট্রাইক রেটে।

আর মাহমুদুল্লাহ রিয়াদ সমান ম্যাচ খেলে ৩৬০ রান তুলেছেন।

বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ইতোমধ্যেই আইপিএলের নিবন্ধিত ক্রিকেটার। তবে মোস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলে খেলার অনুমতি দেয়নি।

বাংলাদেশের ক্রিকেটারদের গুরুত্বটা আইপিএলে কোথায়?
মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো বাংলাদেশের ক্রিকেটারদের কী দেখে নেয়?

বিজ্ঞাপণের দিকটা বিবেচনা করে নাকি ক্রিকেটীয় বিষয়গুলো ভাবনায় রাখে তারা?

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারের কাছে এই প্রশ্ন রাখলে তিনি বলেন, "গুরুত্বটা মার্কেটিং দিক থেকে এক ধরণের, যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সেক্ষেত্রে একটা বাঙালি আবেগ চলে আসে। কিন্তু ক্রিকেটীয় মানদণ্ডেও আইপিএল বিশ্বের সেরা টুর্নামেন্টগুলোর একটি, সেদিক থেকে আদৌ মার্কেটিং আসলে ব্যাপার না, সাকিব আজকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদের তিনটি স্তম্ভ ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন এবং সাকিব আল হাসান।"

আইপিএলে সাকিব :
ম্যাচ খেলেছেন ৬০টি
রান করেছেন ৭৩৭
উইকেট নিয়েছেন ৫৭টি
ইকোনমি রেট ৭.৩৯

এবারের আইপিএল খেলায় বাঁধা থাকলেও এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারদের একজন মোস্তাফিজুর রহমান।

আইপিএলে মোস্তাফিজ :
ম্যাচ খেলেছেন ২৪টি
উইকেট নিয়েছেন ২৪টি
ইকোনমি রেট ৭.৫১
একবার বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন

মুশফিক নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? কে দৌড়ে এগিয়ে?
বোরিয়া মজুমদার বলছেন, মুশফিকুর রহিম যদি এবার নিলামে অবিক্রিত থেকে যান তাহলে সেটা অবাক করা একটা বিষয় হবে।

"মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ভালো, ওপেন করতে পারেন, তিনে খেলতে পারেন, চারে খেলতে পারেন, পাঁচে খেলতে পারেন। দিল্লি ক্যাপিটালস ঋসভ পান্তকে ছেড়ে দিয়েছে।"

"ব্র্যান্ডন ম্যাককালাম আছেন, তবে আমি হলে ম্যাককুলামের জায়গায় মুশফিককে নিতাম। কারণ ম্যাককুলাম অবসর নিয়েছেন বেশ কিছুদিন চলে গিয়েছে। টি-টেন এবং আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে তার পারফরম্যান্স বলার মতো না। ফিনিশার হিসেবে মুশফিকুর রহিম যথেষ্ট ভালো, বড় শট খেলতে পারেন," বলছিলেন বোরিয়া মজুমদার।

রিয়াদ সম্পর্কে তার ব্যাখ্যা, "মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারে পাঁচ বা ছয়ে ব্যাট করে দেবেন, দু-তিন ওভার বল করে দেবেন, তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খুব ভালো কিছু করেননি। তবে উনাকে নিলে উনি ভালোই করবেন।"

বাংলাদেশের হয়ে কারা আইপিএল খেলেছেন?
মাশরাফি বিন মর্তুজা
মোহাম্মদ আশরাফুল
আব্দুর রাজ্জাক
সাকিব আল হাসান
মোস্তাফিজুর রহমান
তামিম ইকবালকে পুনে ওয়ারিওর্স কিনলেও মাঠে নামা হয়নি তার।

অন্যদেশের ক্রিকেটারদের কার সম্ভাবনা কেমন?
"স্যাম কারান, ওসানে থমাস, সিমরন হেটমিয়ার, ক্রিস ওকসরা দল পাবেন। হেটমিয়ার যথেষ্ট বড় দল পাবেন," বোরিয়া মজুমদার।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিনফোর একটি জরিপও বলছে হেটমিয়ারের বড় দল পাওয়ার সম্ভাবনার কথা। সেই তালিকায় জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারের নাম আছে ওপরের দিকে।


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল