২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টি-২০তে দ্রুত জয়ের রেকর্ড উইন্ডিজের

সাকিব আল হাসানকে আউট করার পর কট্রেল - সংগৃহীত

সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বোলার-ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্যে ৫৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। নিজেদের টি-২০ ইতিহাসে এতো বল বাকি রেখেই আগে কখনো জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ দিয়ে টি-২০তে নিজেদের ইতিহাসে দ্রুত ম্যাচ জয়ের রেকর্ড গড়লো ক্যারিবীয়রা।

টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১০ দশমিক ৫ ওভারে ম্যাচ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো ম্যাচের ৫৫ বল বাকি ছিল।

টি-২০ ক্রিকেটে দ্রুত ম্যাচ জয়ের রেকর্ড আছে শ্রীলঙ্কার। ২০১৪ সালে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে ৯০ বল বাকি রেখে ৯ উইকেটে ম্যাচ জিতে লঙ্কানরা। ওই ম্যাচে ৩৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ১ উইকেট হারিয়ে পঞ্চম ওভার শেষে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।


আরো সংবাদ



premium cement