২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাঠে নামছেন সাকিব

-

কোচ সংবাদ সম্মেলনে রোববার বলেছিলেন, সাকিবের না খেলার কোনো কারণ নেই। সেটিই দেখা গেলো আজ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচের একদশে তিনি আছেন।

গতকাল সকালে অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন তিনি। শঙ্কা দেখা গিয়েছিল তার মাঠে নামা নিয়ে। পরে সংবাদ সম্মেলনে কোচ জানান, সাকিব ভালো আছেন।

এদিকে টেস্ট ও ওয়ানডে দলে থাকলেও একাদশে এতোদিন জায়গা হয়নি আরিফুল হকের। এবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই জায়গা পেলেন তিনি।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, সাই হোপ, সিমরন হেটমিয়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, সেলডোন কট্রেল ও ওসানে থমাস।


আরো সংবাদ



premium cement