২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

-

এশিয়া ইমার্জিং ক্রিকেট কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের করা ২৩৭ রান লঙ্কানরা টপকে যায় ১০ বল হাতে রেখে। ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে।

এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুটা ভালো হয়নি উদিয়মান টাইগারদের। স্কোর বোর্ডে ৪১ রান উঠতেই তিন উইকেট হারায় তারা। অবশ্য এক প্রান্তে ওপেনার মিজানুর রহমান প্রতিশ্রুতিশীল ব্যাটিং করেছেন। তিনি ৭২ রান করেছন ৯৫ বলে। এছাড়া মিডল অর্ডারে ইয়াসির আলী করেছেন ৬৬ রান, অধিনায়ক মোসাদ্দেক করেছেন ৩৯ রান। এর বাইরে বলার মতো রান করতে পারেননি কেউ। পঞ্চাশতম ওভারের প্রথম বলে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে পেসার চামিকা করুনারত্নে নিয়েছেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকে দাপুটে ব্যাটিং করতে দেয়নি বাংলাদেশী বোলাররা। ৮৭ রানে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশী বোলাররা। তবে ছয় নম্বরে ব্যাট করতে নামা কামিন্দু মেন্ডিসের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।


আরো সংবাদ



premium cement