২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

নিতিশ রানা - সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠলো ভারত। প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

আজ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলই ফাইনালে ভারতের সাথে লড়াই করবে।

সকালে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ভারতীয় বোলারদের তাণ্ডবে ১৭২ রানে গুটিয়ে যায় তারা। দুই ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিল ছাড়া আর কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি।

অধিনায়ক রিজওয়ান সর্বোচ্চ ৬৭ রান করেছেন। আর শাকিল করেছেন ৬২ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন মায়াঙ্ক মারকান্দে। দুটি করে নিয়েছেন রাজপুত ও যাদব।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খুশদিল শাহের শিকার করে সাজঘরে ফিরেন ওপেনার আঙ্কুশ বেইনস। এরপর সপ্তম ওভারে আরেক ওপেনার গাইকোয়াদের পতন ঘটে। সর্বশেষ মুলানি ফিরলে রুখে দাঁড়ায় ভারত।

হিম্মত শাহ আর নিতিশ রানা জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় ভারত। দু'জনেই অর্ধশত করেন। ৫৮ বলে ৫৯ করেন হিম্মত আর ৬০ বলে ৬০ করেন রানা।


আরো সংবাদ



premium cement