২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জয়ের কক্ষপথে বাংলাদেশ

-

মিরপুর সিরিজের প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়েও জয়ের লক্ষ্যে ছুটে চলছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৫। টার্গেট ১৯৬ রান।

ওপেনার তামিম ইকবালের(১২) পর ওয়ানডাউনে ক্রিজে আসা ইমরুল কায়েসও বড় ইনিংস খেলতে পারেননি। আরেক ওপেনার লিটন ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন ভাগ্যগুণে। কেমার রোচের ওই বলটি ছিলো নো বল। 

সেটি ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। লিটনের উইকেট ফিরে পেয়ে যেন হাফছেড়ে বাঁচে বাংলাদেশ। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। পরের ওভারেই রোস্টন চেজের সহজ একটি বলে ক্যাচ তুলে দেন তামিম ইকবাল। পয়েন্ট সেই সহজ ক্যাচ নিয়েছেন দেবেন্দ্র বিশু।

এরপর ক্রিজে আসা ইমরুল কায়েস খেলেছেন মাত্র দুটি বল। প্রথম বলে ক্যারিবীয় দীর্ঘদেহী পেসার থমাসকে চার মেরে পরের বলেই বোল্ড জিম্বাবুয়ে সিরিজে দারুণ খেলা ইমরুল। লিটন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৪১ রান করে।

এখন জুটি বেধেছেন মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান।


আরো সংবাদ



premium cement