২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশকে সহজ টার্গেট দিলো ক্যারিবীয়রা

সিমরন হেটমিয়ারের উইকেট পতনের পর মুশফিকের উল্লাস - এএফপি

মিরপুরে চেনা মাঠে দাপট চলল টাইগারদেরই। বল হাতে ক্যারিবীয়দের শাসন করলো তারা। ফলাফল নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে সমাপ্তি হলো ইনিংসের। বিরতির পর সহজ লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ।

ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করে সাই হোপ। এছাড়া কিমো পল করেন ৩৬ আর রস্টোন চেজ ৩২ রান। দলে অবদান বলতে এতটুকুই।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন অধিনায়ক মাশরাফি মর্তুজা ও মোস্তাফিজুর রহমান।

এছাড়া সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর রুবেল হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে দুপুর ১টায় টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

সাকিব আল হাসানের হাতেই দিনের শুভ সূচনা হয় বাংলাদেশের। নিজের চতুর্থ ওভারের শেষ বলেই তিনি ওপেনার কাইরন পাওয়েলকে শিকার করেন। রুবেল হোসেনের তালুবন্দি হয়ে ১০ রান নিয়ে সাজঘরে ফিরেন ক্যারিবীয় ওপেনার।

দ্বিতীয় উইকেটটি শিকার করেন দুই শ' ম্যাচের মাইলফলক স্পর্শ করা মাশরাফি। ব্রাভোকে সাজঘরে ফেরান। এরপর সাই হোপকেও বিদায় করেন।

চতুর্থ উইকেটটি নেন মিরাজ। সিমরন হেটমিয়ারকে সাজঘরে ফেরান।

মাশরাফির তৃতীয় শিকার হন কাইরন পাওয়েল।

রুবেল হোসেনের শিকার মারলন স্যামুয়েলস।

আর শেষের তিনটি উইকেটই শিকার করেন মোস্তাফিজ। সাজঘরে ফেরান চেজ, পল ও বিশুকে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইরেন পাওয়েল, সাই হোপ (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমিয়ার, রোস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে টমাস।


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল