২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কেন বার বার মিরাজের শিকার হন হেটমিয়ার?

মিরপুর শেরে বাংলায় প্রথম ওয়ানডে'তে মেহেদী হাসানের বলে আউট সিমরন হেটমিয়ার - নয়া দিগন্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে'তেও তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে সাজঘরে ফিরতে হয় সিমরন হেটমিয়ারের। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে'তে আজ মিরাজের শিকার হয়ে ৬ রানে মাঠ ছাড়েন ২১ বছর বয়সী এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এ নিয়ে এই সফরে পঞ্চমবারের মতো মিরাজের বলে আউট হন হেটমিয়ার।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজেও একই ঘটনা ঘটেছে। চারটি ইনিংসেই মিরাজ হেটমিয়ারকে সাজঘরে ফিরিয়েছেন। সর্বশেষ ঢাকা টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দ্বাপ্রান্তে ছিলেন হেটমিয়ার। সেদিন তাকে ফিরিয়ে স্বস্তি দিয়েছিলেন মিরাজ।

কেন বার বারই মিরাজের শিকার হচ্ছেন হেটমিয়ার?

টেস্টে হোয়াইটওয়াশের পর এক সাক্ষাৎকারে মিরাজ এর কারণও জানান। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় দলে খেলার আগে হেটমিয়ারকে অনেকবার মোকাবেলা করেছেন ২১ বছর বয়সী মিরাজ। তাই তার ব্যাটিং সম্পর্কে অনেককিছুই জানা। তার শক্তি এবং দূবর্লতা দুটিই জানা থাকার কারণে কাজটি মিরাজের জন্য সহজ।


আরো সংবাদ



premium cement