২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ দিলো বাংলাদেশ

মোসাদ্দেক হোসেন - সংগৃহীত

ইমার্জিং কাপে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ দিলো বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। ৫ উইকেটে ৩০৯ রান করে তারা।

সকালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালোই করেছে দুই ওপেনার মিজানুর রহমান ও জাকির হাসান। ৪৮ রানের পার্টনারশিপ গড়ে।

মিজানুর সাজঘরে ফিরে গেলে নাজমুল হোসেন শান্তর সাথে ৯৮ রানের জুটি গড়েন জাকির। ৬৯ রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর ফিরেন শান্তও। অর্ধশত থেকে মাত্র ১ রান দুরে থাকতেই সাজঘরে ফিরেন।

এরপর দলের হাল ধরেন মোসাদ্দেক। ইয়াসির আলির সাথে ৯৭ রানের জুটি গড়েন। সমৃদ্ধ করেন ব্যক্তিগত স্কোরও। মোসাদ্দেক সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত ছিলেন। ৭৪ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কা দিয়ে সাজান দুর্দান্ত এই ইনিংস।

তবে ইয়াসির অর্ধশত করে বিদায় নেন। পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ বলে ৫৬ রান করেন।

নির্ধারিত ৫০ ওভারে ৩০৯ রান করে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement