২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

-

রোববার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২শতম ওয়ানডে খেলতে নামছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকরা মনে করিয়ে দেয়ার পর টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ধন্যবাদ মনে করানোর জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এইগুলো আমাকে স্পর্শ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে।( ২০০৭ সালে মাশরাফি দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে, যেদুটি ম্যাচও আন্তর্জাতিক ওয়ানডের মর্যাদা পেয়েছে।)

তিনি বলেন, এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে এটাই মূল বিষয়।’


আরো সংবাদ



premium cement