২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের বিরুদ্ধে নামবেন সেই হামজা

জুবায়ের হামজা - ছবি : সংগৃহীত

নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন নতুন মুখ জুবায়ের হামজা। বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে এ সিরিজ।
প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখানোর স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো দলে ডাক পান কেপ টাউনে জন্ম গ্রহণকারী ২৩ বছর বয়সী। কেবল প্রথম শ্রেণী নয় ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে সাফল্য রয়েছে তার।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দল নির্বাচন প্যানেলের আহবায়ক লিন্ডা জন্ডি এক বিবৃতিতে বলেন, ‘গত বছর ঘরোয়া ক্রিকেটে অসাধারন পারফর্ম করা ক্রিকেটারদের একজন জুবায়ের এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভারত সফরেও ধারাবাহিকতা ধরে রেখেছে। সেখানকার বৈরী কন্ডিশনেও চার দিনের ম্যাচে গড়ে প্রায় ৫০-এর বেশি রান করেছে। সব দিক বিবেচনায় জাতীয় দলে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য।’
এ ছাড়াও প্রোটিয়া দলে ফিরেছেন ফাস্ট বোলার ডুয়ানে অলিভিয়ার। ইনজুরিতে থাকা পেসার লুঙ্গি এনডিগির পরিবর্তে পুনরায় দলে ডাক পান অলিভিয়ার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ছাড়াও পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ মিস করবেন এনডিগি।

সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা।
চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সাফল্য পাওয়া স্টেইনও দলে জায়গা পেয়েছেন। আরেকটি উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকার সর্বোকালের সর্বোচ্চ শিকারী শন পোলককে ছাড়িয়ে যাবেন স্টেইন।

দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, তিউনিস ডি ব্রুইন, কুন্টিন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডুয়ানে অলিভিয়ার, ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।


আরো সংবাদ



premium cement