২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নিকোলস-উইলিয়ামসন জুটিতে দুশ্চিন্তা পাকিস্তানের

ব্যাট করছেন কেন উইলিয়ামসন - ছবি : ক্রিকইনফো

সর্বশেষ নিউজিল্যান্ডের উইকেটের পতন হয়েছিল ২৬তম ওভারে। চা বিরতির পর শুরু হবে ৭০তম ওভারের খেলা। এই দীর্ঘ সময়ে কোনো উইকেট শিকার করতে পারেনি পাকিস্তানের বোলাররা। ফলে ১৩৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েছে নিকোলস-উইলিয়ামসন জুটি। যা নিয়ে অস্বস্তিতে পাকিস্তান।

সেঞ্চুরি করেছেন অধিনায়ক কেন উইরিয়ামসন। এটি তার টেস্টে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। ১৫৪ বলে ১২টি বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি সাজিয়েছেন তিনি। এখন ক্রিজে আছেন ১০৫ রান নিয়ে।

আর অর্ধশত করেছেন হেনরি নিকোলস। ১২৯ বলে পাঁচটি বাউন্ডারিতে অর্ধশত করেছেন তিনি। এখন আছেন ৫৪ রান নিয়ে।

এই জুটির কল্যানে নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ৪ উইকেটে ১৯৯ রান।

এর আগে চতুর্থ দিন সকালে প্রথম উইকেট শিকার করে রেকর্ড সৃষ্টি করেন দুর্ধর্ষ স্পিনার ইয়াসির শাহ। ভেঙেছেন ৮২ বছরের রেকর্ড। হয়ে গেছেন সবচেয়ে কম টেস্টে দুই শ' উইকেটের মালিক।

এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেটের। তিনি ৩৬ টেস্টে দুই শ' উইকেট শিকার করেছিলেন। ইয়াসির তার চেয়ে তিনটি টেস্ট কম খেলে ৩৩ টেস্টে সেই রেকর্ডের মালিক হলেন।

ইয়াসিরের পর দিনের দ্বিতীয় উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। রস টেইলরকে সাজঘরে ফেরান তিনি।

গতকাল তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩৪৮ রান করে পাকিস্তান।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ছিল ২৭৪ রান।


আরো সংবাদ



premium cement

সকল