১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ইয়াসিরকে সামলাতে পারেনি তারা

ইয়াসির শাহ - ছবি : সংগৃহীত

দুবাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের ডান-হাতি লেগ-স্পিনার ইয়াসির শাহ। তার বিধ্বংসী বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ইনিংস ও ১৬ রানে জিতে নেয় পাকিস্তান। ফলে সিরিজে পিছিয়ে পড়েও সমতা আনলো পাকিস্তান। ইয়াসিরের দুর্দান্ত নৈপুণ্য মন ভরেছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের। তাই ইয়াসিরের প্রশংসা ঝড়েেলা সরফরাজের কন্ঠে, ‘বিশ্বের অন্যতম সেরা স্পিনার ইয়াসির। দুবাই টেস্টে দুর্দান্ত বোলিং করেছে সে। দু’ইনিংসে পাঁচ’-এর বেশি উইকেট নেয়া অনেক বড় কীর্তি বলতে হবে।’

হারিস সোহেলের ১৪৭ ও বাবর আজমের অপরাজিত ১২৭ রানের সুবাদে দুবাই টেস্টের ৫ উইকেটে ৪১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পুরোপুরিই ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ইয়াসিরের বোলিং তোপে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় কিউইরা। ৪১ রানে ৮ উইকেট শিকার করেন ইয়াসির। এখানেই নিজের কারিশমা শেষ করে দেননি ইয়াসির। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নেন তিনি। ফলে ৩১২ রানে অলআউট হয়ে ম্যাচ হারে নিউজিল্যান্ড।

এছাড়া ম্যাচে ১৮৪ রানে ১৪ উইকেট নিয়ে সেরার খেতাব পান ইয়াসির। সেই সাথে পাকিস্তানের পক্ষে টেস্টের এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারে ইমরান খানের পাশে নাম তোলেন ইয়াসির।
ইয়াসিরের এমন পারফরমেন্সে খুশি পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তিনি বলেন, ‘ইয়াসির এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। তার লাইন-লেন্থ ছিল নিখুঁত । নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ইয়াসিরকে নিয়ে বেশি উদ্বিগ্ন ছিল। তবে ইয়াসিরকে ভালোভাবে সামলাতে পারেনি তারা। পরপর দু’ইনিংসে তার এমন বোলিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, পরের টেস্টে ইয়াসির তার সেরা বোলিং প্রর্দশন করবে। এছাড়া ব্যাটসম্যানরা ভালো করেছে। তারা বড় বড় ইনিংস খেলার চেষ্টা করেছে। সোহেল ও বাবরের ব্যাটিং দৃঢ়তায় আমরা নিউজিল্যান্ডের ওপর শুরুতেই চাপ সৃষ্টি করতে পেরেছি।’

সিরিজে পিছিয়ে পড়ে দুবাই টেস্ট জিতে সমতা আনলো পাকিস্তান। এই পারফরমেন্সের ধারাবাহিকতা সিরিজের তৃতীয় টেস্টেও অব্যাহত রাখতে চান সরফরাজ। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা বড় বড় ইনিংস খেলেছে। বোলাররা উইকেট নিয়েছে। একটি টেস্ট ম্যাচ জিততে এমন পারফরমেন্সই যথেষ্ট। আশা করবো পরের টেস্টে ছেলেরা নিজেদের পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং দলকে সিরিজ জয়ের স্বাদ দিবে।’

আগামী ৩ ডিসেম্বর থেকে আবু ধাবিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। আবু ধাবিতে প্রথম টেস্ট ৪ রানে জিতেছিল নিউজিল্যান্ড।


আরো সংবাদ



premium cement