২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪

শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪ - ছবি : সংগৃহীত

৫টি চার ও ৫টি ছক্কার ১২ বলে হাফসেঞ্চুরি৷ সব মিলিয়ে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৭৪ রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস৷ টি-১০ লিগে এমন ধ্বংসাত্মক ব্যাটিং করলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ৷

প্রতিপক্ষ সিন্ধিসের বোলাররা কেউই হেলাফেলার নয়৷ জোফ্রা আর্চার ছাড়া বাকি তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম৷ চারজন বোলারকেই এদিন কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন রাজপুতসের শাহজাদ-ম্যকালাম জুটি৷ পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক ওভারে খরচ করেন ২০ রান৷ জোফ্রা আর্চার ওক ওভারে ২৩ রান হজম করনে৷ তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে শ্রীলঙ্কার থিসারা পেরেরার এক ওভারে ৩০ রান তোলেন আফগান তারকা৷ অস্ট্রেলিয়ার ফাওয়াদ আহমেদ এক ওভারে ২৩ রান দিয়ে বসেন৷

জয়ের জন্য লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫ রানের৷ অবিশ্বাস্যভাবে মাত্র চার ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলে ম্যাচ পকেটে পোরে রাজপুতস৷ ম্যকালাম ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন৷ শাহজাদের খেলা বলগুলো পর পর সাজিয়ে দিলে তার ব্যাটিং সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ প্রতিটা বলে যেভাবে রান করেছেন আফগান তারকা, তা তুলে ধরলে ছবিটা দাঁড়ায়- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬৷


তার আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তোলে৷ শেন ওয়াটসন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করেন৷ বাকিরা কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি৷ মুনাফ প্যাটেল ২০ রানে ৩ উইকেট নেন৷


আরো সংবাদ



premium cement
আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা

সকল