১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

‘আগেও জিতেছি, তবে এবার সহজ হবে না’

-

নিজ মাঠে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগের দিন এক সংবাদ সম্মেলনে স্বাগতিক দল সম্পর্কে এ মন্তব্য করেন ব্রাফেট।

বাংলাদেশের কন্ডিশনে এর আগেও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ। ২০০২, ২০১১ ও ২০১২ সালে বাংলাদেশ সফরে দু’টি করে ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ক্যারিবীয়রা। প্রত্যকটিই সিরিজই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবারের টেস্ট সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জের হবে বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক ব্রাফেট ।

তিনি বলেন,‘আমি মনে করি এবারের সিরিজটা একটু ভিন্ন হবে। যদিও এখানে আমরা অতীতে অনেক ম্যাচ জিতেছি। তবে এখনকার বাংলাদেশের বর্তমান দলটি অনেক শক্তিশালী। বিশেষ করে স্পিনাররা বাংলাদেশের হয়ে দারুণ করছে। সে কারণে এবারের সিরিজটি আগেরগুলোর মতো হবে না। এবারের সিরিজটি আগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। স্পিনার ও পেসারদের বিপক্ষে আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোতে কাজে লাগাতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরাও এখানে বেশ ভয়ংকর। সব মিলিয়ে আমাদের জন্য সহজ হবে না সিরিজটি।’

বাংলাদেশের বোলিং লাইন-আপের প্রধান দুই ভরসা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। চলমান বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারীও তারা। তাই আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের দুই স্পিনারদের বিপক্ষে সর্তক ওয়েস্ট ইন্ডিজ বলে জানান ব্রাফেট, ‘তাদের ভালো কিছু স্পিনার আছে। তাদের স্পিনারদের দেখেশুনে খেলতে চাই। আশা করছি ইতিবাচক ফল আসবে।’

বাংলাদেশের প্রধান ভরসা স্পিন হলেও, নিজেদের পেসারদের উপর আস্থা রাখতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাফেট। তিনি বলেন, ‘আমি মনে করি এসব কন্ডিশনে আমাদের পেসাররা ভালো করতে পারবে। এখানের কন্ডিশন আমাদের মতো, সাগর পাড়ে স্টেডিয়াম। এখানে হয়তো স্পিনারদের জন্য সুবিধা থাকবে। তারপরও আমাদের পেসারদের সামর্থ্য রয়েছে ভালো পারফরমেন্স করার।’


আরো সংবাদ



premium cement