১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

যে অস্ত্রে ক্ষতবিক্ষত হলো পাকিস্তান

এজাজ প্যাটেল (ডানে) - সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সফরের আগে নতুন এক স্পিনারকে দলে যুক্ত করেছিল নিউজিল্যান্ড। তিনি ভারতীয় বংশোদ্ভূত এজাজ প্যাটেল। পাকিস্তানকে কুপোকাত করতেই তাকে দলে নেয়া হয়। কাজটি সোমবার ভালোভাবে সম্পন্ন করেছেন তিনি। আবুধাবি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক এই এজাজ।

মিচেল স্যান্টনার চোট পাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় এজাজের। আর অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৫ উইকেট শিকার করেন এই কিউই স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ১২৩ রান দিয়ে এজাজ নিলেন ৭টি উইকেট। এই দুর্দান্ত পারফরেমেন্সের কারণে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

বলা যায়, পাকিস্তানের নিশ্চিত জয়ের ম্যাচটির মোড় ঘুরিয়ে দেন এজাজ। ১৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩০ রান থেকে ১৭১ রানে পাকিস্তানকে গুটিয়ে দেন এই স্পিনার।

৩০ বছর বয়সী এজাজের জন্ম মুম্বাইয়ে। ছোটবেলাই পরিবারের সাথে অকল্যান্ডে চলে যান আজাজ। প্রথমে পেসার হওয়ার স্বপ্ন থাকলেও দীপক প্যাটেলের তত্বাবধানে স্পিনার হয়ে ওঠেন ৫ ফুট ৬ ইঞ্চির ৩০ বছর বয়সী এই বোলার।

ম্যাচের সেরা হয়ে এজাজ জানান, "যা ঘটেছে, তা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। এই জায়গায় পৌঁছতে অনেক কষ্ট করতে হয়েছে।"


আরো সংবাদ



premium cement