১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শুধু আসিফ আলিরই ব্যাটিং তাণ্ডব চলল

ব্যাটে ঝড় তুলছেন আসিফ আলি - সংগৃহীত

টি-টুয়েন্টি ম্যাচের মজাই চার-ছক্কার ঝড়। সেই ঝড়ই কাল তুললেন পাকিস্তানের আসিফ আলি। তরুণ এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার টি-২০ সুপার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ৩৩ বলে ৮০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ৭ বাউন্ডারি ও ৫টি ছক্কা। তার তাণ্ডবে ৩ উইকেটে জয় পায় কেপটাউন ব্লিটজ।

রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারবাহিক উইকেটের পতন ঘটে ডারবান হিটের। ৫ উইকেটে ১৫৭ রান করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে দিতে শুরুতেই উইকেট হারায় কেপটাউটন। দলে অবদান ছিল আসিফ আলি আর জানেমান মালানের। ২৬ বলে ৩১ রান করে শুরুর দিকে আউট হন মালান।

এরপর আসিফের তাণ্ডব শুরু হয়। এক প্রান্ত আগলে রেখে ঝড়ের বেগে দলের রান বাড়িয়ে যান। খাদের কিনারা থেকে দল টেনে তুলে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু ব্যক্তিগত ৮০ রানের মাথায় সাজঘরে ফিরেন আসিফ। তখন দলের প্রয়োজন ছিল ১২ রান। জয়টা যেন ধরা দিয়েও দুরে সরে যাচ্ছিল। তখন বাকি কাজটুকু করেন টেলএন্ডাররা। ৫ বল বাকি থাকতেই জয়ের আনন্দে ভাসে আসিফের দল।


আরো সংবাদ



premium cement