১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পরাজয় পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার

ক্রিস মরিস নিয়েছেন ২ উইকেট -

ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিতেও স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার কারারা ওভালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারীরা জিতেছে ২১ রানে।

এর আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া হেরছে ২-১ ব্যবধানে। তার কয়েক দিন আগে আরব আমিরাতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে এবং টেস্ট সিরজে হেরেছে ১-০ ব্যবধানে।

শনিবার ম্যাচের আগেই বৃষ্টি হানা দেয় স্টেডিয়ামে। ফলে ছোট হয়ে আসে ম্যাচের দৈর্ঘ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ধুমাধারাক্কা ব্যাটিং করে ৬ উইকেটে ১০৮ রান করে প্রোটিয়ারা। ফাফ ডু প্লেসিস ১৫ বলে ২৭ ও কুইন্টন ডি কক ১৬ বলে ২২ রান করেন।

জবাব দিতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া আর কোন অজি ব্যাটসম্যান দলকে জয়ের পথে চালানোর মতো ইনিংস খেলতে পারেননি। ম্যাক্সওয়েল ২৩ বলে ৩৮ রান করলেও আর কেউ বলার মতো রান করতে পারেননি। ফলে ইনিংসের মাঝপথেই ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস ও ফেহলুকওয়ে প্রত্যেকে দুটি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement