১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টাইগারদের মুখে হাসি ফোটালেন মিরাজ

-

অবশেষে টাইগারদের মুখে হাসি ফোটালেন মেহেদী হাসান মিরাজ। ব্রেক থ্রু ঘটালেন এই তরুণ স্পিনার। সাজঘরে ফেরারেন পিটার মুরকে। 'আনলাকি থার্টিনে' ফিরে গেলেন তিনি। আর মিরাজ শিকার করে নিলেন দ্বিতীয় উইকেট।

এর আগে এক প্রান্তে ব্রেন্ডন টেইলর রান তুলছেন আর অপরপ্রান্তে মুর ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, ধৈর্য্যের পরীক্ষাই বলতে হয়। ব্যক্তিগত ১০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন মুর। তার আগে তিন বলে কোনো রান নেননি। বিরতির পর আরো ২০ বল খেলে ১ রান সংগ্রহ করেন তিনি। এতো ধৈর্য্যের পরও শেষ রক্ষা হলো না। মিরাজের বলে শর্ট লেগে ইমরুল কায়েসের তালুবন্দি হন মুর।

এখন জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৯৬ রান। ব্রেন্ডন টেইলর আছেন ৮৪ রানে আর রেগিস চাকাভা আছেন ২ রানে।

বাংলাদেশকে জিততে হলে জিম্বাবুয়ের আরো ৫ উইকেট পকেটে পুরতে হবে। আর জিম্বাবুয়ের ২৪৭ রান প্রয়োজন।


আরো সংবাদ



premium cement