২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফিরতে সময় লাগবে জানালেন সাকিব

-

ব্যাট হাতে হালকা অনুশীলনে ফিরেছেন। কোনো ব্যথা অনুভব করেননি। আজ নামবেন বোলিং ও ফিল্ডিংয়ে। সাকিব আল হাসান তাড়াহুড়া করতে চান না। আরো কয়েক দিন দেখেশুনে তারপর ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সব কিছুর জন্য সময় লাগবে। উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব। ধীরে সুস্থেই এগোতে চাই।’

আঙুলে পুঁজ জমে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সাকিবের। দেশের একটি হাসপাতালে পুঁজ বের করে ভালো চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যান। ফিরে জানান, আপাতত সার্জারির প্রয়োজন নেই। মাঠে ফেরা নির্ভর করছে সেরে ওঠার পর। জিম্বাবুয়ে সিরিজে খেলেননি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয় বিসিবি।

সাকিবও নিশ্চিত করে কিছু বলেননি, ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেস বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা।’


আরো সংবাদ



premium cement