২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উপমহাদেশের মসলাদার পিচে তাইজুলের খাবার

তাইজুল ইসলাম - সংগৃহীত

উপমহাদেশের সুগন্ধি মসলার সুনাম যুগ যুগ ধরেই। সেই ভূমি মসলাদার হবে সেটাই স্বাভাবিক। মসলাদার এই ভূমি থেকেই নিজের খাবারটা তুলে নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ বাম-হাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসের তৃতীয় দিনের মধ্যাহ্নর পর পর্যন্ত শিকার করেছেন চারটি। তার এই মসলাদার পারফরেমেন্সের প্রশংসা করেছেন ক্রিকইনফোর ধারাভাষ্যকাররা।

তিনি বলেন, 'উপমহাদেশের এই মসলাদার পিচে তাইজুল খুব সাবলীলভাবেই বল করে যাচ্ছেন। তাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। শুধুমাত্র লক্ষ্য স্থির করে স্ট্রেইট বল করছেন, তাতেই কাজ হয়ে যাচ্ছে।'

আরেকজন বললেন, 'তাইজুলের এই বোলিং খুব ভালো লাগছে। সে ধীরে ধীরে আরো হিংস্র হয়ে উঠছে। তার বলের লাইন এবং লেন্থ বেশ তীক্ষ্ণ। এই ব্যাটিং পিচেও দুর্দান্ত বল করছেন তিনি।'

ঢাকা টেস্টের এখনো দুই দিনের বেশি সময় বাকি। তাইজুল এই মসলাদার পিচ থেকে নিজের পছন্দের আরো কিছু খাবার তুলে নিবেন আশা করাটা অস্বাভাবিক নয়।

দেখুন:

আরো সংবাদ



premium cement