২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টেস্টের টেস্ট পেয়ে গেছে টাইগাররা

-

ঢাকা টেস্টের প্রথম দিনের ২৬ রানে যখন ৩ উইকেটের পতন হয়, তখন হয়ত সবাই ভেবেই নিয়েছিল সিলেট টেস্টর মতোই হাল হবে বাংলাদেশের। কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল যখন ক্রিজে এলেন, তাদের তালমিলে রানের চাকা সচল রইলো। একদিকে শান্ত মুশফিক আর অপরদিকে দুরন্ত মুমিনুল। এই জুটি বোলারদের মেজাজ বুঝে ২৬৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েছেন। সেঞ্চুরি করেছেন দু'জনেই। খেলার ধরণ দেখেই বোঝা যাচ্ছে, টেস্টের আসল টেস্ট পেয়ে গেছে টাইগাররা।

কাল শেষবেলায় ১৬১ রানে সাজঘরে ফিরেন মুমিনুল। ২৪৭ বলে ১৯টি বাউন্ডারি দিয়ে এই ইনিংস সাজান দুরন্ত মুমিনুল।

অপরদিকে প্রথমদিন শেষে অপরাজিত ছিলেন মুশফিক। শান্ত মেজাজেই কাল সরারাদিন ব্যাট করেছেন। যা আজও এখনো ধরে রেখেছেন। ১১১ রান নিয়ে সকালে ব্যাট করতে নেমেছেন। দেড় ঘণ্টায় তিনি করেছেন ১৩ রান। তার এই দৃঢ়তার প্রশংসা করেছেন সবাই। ক্রিকইনফো ধারাভাষ্যকার বললেন, 'অটল, অবিচল মুশফিক।'

মাহমুদুল্লাহ রিয়াদ এখন মুশফিকের সঙ্গী। তিনিও মাথা ঠাণ্ডা রেখে ব্যাট চালিয়ে যাচ্ছেন। কাল মুমিনুলের বিদায়ের পর ক্রিজে আসেন। তবে কোনো রান করেননি। আজ সকালে রানের খাতা খুলেন। তার সংগ্রহ এখন ৯৯ বলে ৩৩ রান।


আরো সংবাদ



premium cement