১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হাফ সেঞ্চুরি দিয়ে নতুন মাইলফলকে গেইল

হাফ সেঞ্চুরি দিয়ে নতুন মাইলফলকে গেইল - ছবি : সংগৃহীত

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। গতরাতে আফগানিস্তান টি-২০ লিগের ফাইনালে ৫৬ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান এমন কীর্তি গড়েন গেইল।

বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।

৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ রান ১০০ ৫০
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৫৩ ১২০৫২ ২১ ৭৫
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৩৫৬ ৯৬২০ ৭ ৫১
কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৪৩১ ৮৫১১ ১ ৪২
শোয়েব মালিক (পাকিস্তান) ৩১৯ ৮০৯৩ ০ ৪৮
সুরেশ রায়না (ভারত) ২৯৬ ৭৯২৯ ৪ ৪৭।

অবসরে যাচ্ছেন হেরাথ

অবসরে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনার শ্রীলংকার রঙ্গনা হেরাথ। নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের পুরো সিরিজ না খেলে গল-এ প্রথম ম্যাচ খেলেই অবসর নেবেন বলে নির্বাচকদের জানিয়েছেন হেরাথ।

হেরাথের জন্য আবেগময় এক ভেন্যু গল। এ মাঠেই ১৯৯৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এ তারকা স্পিনারের। এ ছাড়া আর মাত্র একজন ব্যাটসম্যানকে আউট করতে পারলেই এ ভেন্যুতে ১০০ উইকেট শিকারী হিসেবে কিংবদন্তী মুত্তিয়া মুরলিধরনের পাশে নাম লেখাবেন হেরাথ। ইংল্যান্ডে কাউন্টি লীগে খেলতে থাকা অবস্থায় হঠাৎ করে শ্রীলংকা টেস্ট দলে ডাক পেয়ে পয়মন্ত এ মাঠেই ৩১ বছর বয়সে ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১০ উইকেট শিকার করে লংগার ভার্সনে ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছিলেন তিনি।

ইনজুরির কারণে ২০১৭ সালের জানুয়ারি মাসের পর কখনো তিন টেস্টের পুরো সিরিজ খেলেননি ৪০ বছর বয়সী হেরাথ। মুরলিধরন অবসরে যাওয়ার পর থেকেই লংকান দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে হচ্ছে তাকে। যে কারণে গত কয়েক বছর হাঁটুর ইনজুরি সমস্যাকে মানিয়ে নিয়ে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে হচ্ছে তাকে।

হেরাথের অবসরের ফলে শ্রীলংকা স্পিন বিভাগে আরেকবার শূন্যতা দেখা দেবে। অন্তত আসন্ন ইংল্যান্ডে সিরিজে ও বাকি দুই ম্যাচে অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে দলের স্পিন বিভাগের আক্রমণের দায়িত্ব নিতে হতে পারে। এ ছাড়া শ্রীলংকা দলে আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা আরো তিন স্পিনার রয়েছে। এ তিনজন ছাড়া কেবলমাত্র দিলরুয়ানেরই ১০’র অধিক টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

হেরাথের অবসরের ফলে দ্বীপ রাষ্ট্রটিতে আধুনিক ক্রিকেটে একটি স্মরণীয় ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটবে। ৪৩০ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেট ইতিহাসে দশমতম সফল বোলার হেরাথ। তবে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম দশকে দলে জায়গা পেতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। ৩৫ বছর বয়সের পর তিনি ২৩০ উইকেট শিকার করেছেন। এ বয়সে যা অন্য কোনো বোলারই পারেননি। শেষ টেস্টে ৫ উইকেট শিকার করতে পারলে রিচার্ড হ্যাডলি (৪৩১), স্টুয়ার্ট ব্রড(৪৩৩) এবং কপিল দেবকে (৪৩৪) ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ শিকারীর তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নেবেন তিনি।
১৯৯০ দশকে অভিষেক হওয়ার পর সর্বশেষ সক্রিয় টেস্ট ক্রিকেটারও তিনি। আগামী ৬ নভেম্বর গলেতে প্রথম টেস্ট শুরু হবে।


আরো সংবাদ



premium cement
কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান

সকল