২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

একাদশে জায়গা হলো যাদের

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামছে বাংলাদেশ - সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামছে বাংলাদেশ। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম ওয়ানডে'তে অসুস্থতার কারণে জায়গা হয়নি রুবেল হোসেনের। অভিষেক হচ্ছে ফজলে মাহমুদ রাব্বির।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

অভিষেক হচ্ছে রাব্বির

জিম্বাবুয়ের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে ফজলে মাহমুদ রাব্বি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে আগে থেকেই কথা হচ্ছিল। বলা হচ্ছিল, পড়ন্ত বেলায় কেন অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু নির্বাচক হাবিবুল বাশারের মতে, রাব্বি কমপ্লিট প্যাকেজ।

তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে আজ মাঠে নামবেন রাব্বি। তাকে নির্বাচন করা কতটা যুক্তিযুক্ত হয়েছে - সেটা তিনি মাঠে নামার পরই বোঝা যাবে।

২০০৪ সালে ক্রিকেট খেলা শুরু করেন রাব্বি। শুরুতে আলো ছড়িয়ে ছিলেন তিনি। তার ব্যাটিং সবার নজর কাড়ে। হার্ডহিটার হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু পরে ভাগ্য সহায় হয়নি। দমে না গিয়ে নতুন করে শুরু করেছেন রাব্বি।

 

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা : যা বললেন সাকিব

বাংলাদেশের ক্রিকেট বর্তমানে পঞ্চপাণ্ডব নামে খ্যাত। ব্যাটিংয়ের পর বোলিংয়েও মূল দায়িত্ব নিতে হয় সেই পাঁচজনকে। বাকি ছয়জনকে দেখা হয় জুনিয়র ক্রিকেটার হিসেবে। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত সবাই তাদের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পেতে চেষ্টা করছে। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও মিলছে পরামর্শ। কিন্তু এই সিনিয়র-জুনিয়র পার্থক্যই পছন্দ নয় সাকিব আল হাসানের।

মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর কাঁধে ভর দিয়ে দীর্ঘ দিন ধরে চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একাদশ পূর্ণ করতে আরো ছয় ক্রিকেটার দলে নেয়া হচ্ছে বটে, কিন্তু মূল কাজ করতে হচ্ছে সেই পাঁচজনকে। অন্য ছয়জন খেললেও মিলছে না সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স। এটিরও ব্যতিক্রম ঘটল গত শুক্রবার বিকেএসপিতে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সাকিব-তামিমকে ছাড়াই জয় পেয়েছে টাইগাররা। অর্থাৎ পাঁচ কীর্তিমান থেকে দু’জন বাদেও আস্থা রাখার সময় এসেছে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথায়, ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দটিই পছন্দ হয় না। কারণ আমার কাছে মনে হয়, যারা দলে আছে, তারা সবাই খেলার জন্য সামর্থ্যবান। তা না হলে কেউ থাকত না। এখানে সিনিয়রের বেশি দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব- এমন কোনো বিষয় নেই। সবার একটা দায়িত্ব থাকে কিভাবে দলের হয়ে ম্যাচটি জেতাতে পারবে। সবাই সেই চেষ্টাই করে থাকে। কোনো দিন দু-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটি ম্যাচে ১১ জনের ভালো খেলা খুবই কঠিন। আর যে দিন সেটি খেলতে পারে সে দিন বাংলাদেশ সব ম্যাচ জিতবে।’

আজ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ঘরের মাঠে এ সিরিজে দর্শক হয়েই থাকতে হচ্ছে সাকিবকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সাকিবের বিশ্বাস, দলের কেউই জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না।

‘আমার যখন অভিষেক হয়েছিল, তখন আমরা জিম্বাবুয়ের সাথে হারতাম। আর এখন ওদের হারাই। তবে আমি এখনো মনে করি, ওদেরকে হালকাভাবে নেয়ার কিছু নেই। ওদেরও সামর্থ্য আছে। আমরা যদি মিসটেক করি সেটিকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মনে হয়, ওদেরকে কেউ হালকাভাবে নিচ্ছে না এবং নেবেও না।’

সাকিব আরো মনে করেন, জিম্বাবুইয়ানদের হালকাভাবে না নিলেও খেলার মধ্যে ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে সেসব ভুল থেকেও ম্যাচে ফেরার সামর্থ্য রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। জাতীয় দলের এ তারকা ক্রিকেটার বলেন, ‘ভুল হবে এটি স্বাভাবিক। সেটিও ওভারকাম করা সম্ভব। ম্যাচের ভেতরে কিছু কিছু ভুল থেকেও ওভারকাম করা সম্ভব। আমি খুবই আত্মবিশ্বাসী যে, এ রকম সামর্থ্য আমাদের খেলোয়াড়দের আছে। তারা ওই ভুলগুলো ওভারকাম করে কামব্যাক করতে পারবে।’

বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম সাকিব-তামিমের ইনজুরি। তার পরও আশার খবর হলো, দু’জনের অবস্থাই উন্নতির দিকে। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যই নেই সাকিবের কাছে, ‘এখন আসলে কোনো আপডেট দিতে পারছি না। ইনফেকশন বর্তমানে নেই। এক-দেড় মাস যাওয়ার পরই বোঝা যাবে পরবর্তী অবস্থা। তবে এটি বলতে পারি, আগের চেয়ে ভালো অবস্থা। এখন পর্যন্ত সব কিছু ইতিবাচক। কিছুটা সময় তো লাগতেই পারে।’


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল