২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপ ট্রফি এলো ঢাকায়

-

আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি এখন ঢাকায়। সোনালী রঙের ট্রফিটির বিভিন্ন দেশ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে। ট্রফিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীতে এসে পৌঁছেছে। ঢাকায় আসার পর সেটি নেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অ্যাকাডেমির ট্রফিটি রাখা হবে। জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে বাংলাদেশ ক্রিকেট দলের। ফলে ট্রফিটির কাছাকাছিই থাকবেন তারা।

মোট চারদিন বাংলাদেশে থাকবে ট্রফিটি।

সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি।

১৮ অক্টোবর বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে।

১৯ অক্টোবর ঢাকা থেকে ট্রফিটি যাবে সিলেটে। সেখানে সিজোতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ক্যাডেট কলেজে সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত রাখা হবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি।

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে।


আরো সংবাদ



premium cement