২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বয়স নিয়ে কথা হচ্ছে, আমি ওটা মাথায় আনছি না : রাব্বি

ফজলে মাহমুদ রাব্বি - সংগৃহীত

সাকিবের তিন নম্বরে খেলবেন? এশিয়া কাপে পুরনো ইনজুরির ব্যথা বেড়ে যাওয়ায় দুবাই ছেড়ে দেশে ফেরার সাথে নির্বাচকদের মাথায় দুশ্চিন্তা চেপে বসে। আসন্ন সিরিজে তাহলে কী হবে। অবশ্য সাকিব থাকবেন না জিম্বাবুয়ে সিরিজ সেটি আগেই ঘোষণা দেয়া ছিল। ফলে সাকিবের স্থানটা পূরণে ফজলে মাহমুদ রাব্বির নামই তারা মাথায় রাখে। তবে কখনই উচ্চারণও করেনি তারা যে রাব্বি দলভুক্ত হয়েছেন জাতীয় দলে। তিনি নিজেও জানতেন না। এগুলো আসলে পুরনো কথা। তবে গতকাল জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনে সেই রাব্বি সাফ জানিয়ে দিয়েছেন সাকিবের স্থান কখনো দখল করা সম্ভব না। তবে ভালো কিছুর জন্য চেষ্টা করতে তো ক্ষতি নেই। সে চেষ্টাটা তিনি করবেন। অন্তত সাকিবের বিকল্প হিসেবেও তিনি যেন সবার মাঝে টিকে থাকতে পারেন অন্তত সেটুকু হলেও সেটি করবেন।

বয়স ৩০। এমনি সময় দীর্ঘ ক্যারিয়ারের চিন্তা আর কী থাকে। তবে রাব্বির মনোবল অনেক শক্ত। সোমবার তিনি বলেন, ‘আমার আন্তর্জাতিক ম্যাচ খেলার একদমই অভিজ্ঞতা নেই। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দলের বিপক্ষে কিভাবে খেললে কী হয় এগুলো আমার জানা নেই। আমি যা করতে পারব সেটি আমার মতো করে খেলে যাওয়া। তাই আমি আমার খেলাটাই খেলে যেতে চাই। যদি দলে সুযোগ পাই।’

রাব্বি বরাবরই অ্যাটাকিং ব্যাটসম্যান। যতক্ষণ ক্রিজে থাকেন রানের চাকাটা বেশ সচল থাকে। বিগ শট খেলতে পছন্দ করেন। খেলেনও। সে খেলাটা টিম বাংলাদেশও তো চান তার কাছ থেকে। ঘরোয়া ক্রিকেটে খেলে অভিজ্ঞ এ ক্রিকেটার কাল বলেন, ‘আমি আসলে ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিংটা করতেই ভালোবাসি। তবে দলের প্রয়োজনে বোলিংটাও করি।’

টিম ম্যানেজম্যান্ট সাকিবের বিকল্প চিন্তা করেই তাকে নিয়েছেন। তিনি নিজেও সেটি বলেছেন, ‘আমার ভূমিকা কী হবে তা আমি জেনে গেছি। কিন্তু সাকিব ভাইয়ের স্থানটা নেয়া আমার পক্ষে সম্ভব না।’

ঘরোয়া ক্রিকেটে এত দিন খেলেছেন অনেকটা প্রেসারলেস ম্যাচ। জাতীয় দল মানেই পারফরম্যান্সের প্রচণ্ড চাপ। দল তো বটে। গ্যালারি থেকেও প্রচুর ডিমান্ড। রাব্বি বলেন, ‘আমি তো এখনো খেলিইনি। আগে খেলি। দেখি চাপটা কিভাবে মোকাবেলা করব। তবে আমি মনে করি না তেমন কোনো চাপ আমার ওপর প্রভাব বিস্তার করবে।’

গত প্রিমিয়ার ক্রিকেটে ৭০০ প্লাস। রাব্বি আফসোস করে বলেন, ‘যদি আমার ফিটনেসটা আরো ভালো হতো তাহলে ওই রান আরো বেড়ে যেত। তবু আমি বলব ‘এ’ দলে ডাক পেয়েছিলাম। সেখানে ফিটনেস ক্যাম্প ছিল। নিজের ওজন কমিয়ে ফেলেছি। খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি। বয়স নিয়ে একটা কথা হচ্ছে। আমি ওটা মাথায় আনছি না। আমি যদি ফিট থাকি তাহলে পারফরম্যান্স সমস্যা না।’

উল্লেখ্য, মিরপুর শেরেবাংলায় গতকাল থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে মাশরাফিরা ঘাম ঝরিয়েছেন। আগামী ২১ আগস্ট মিরপুর শেরেবাংলায় প্রথম ওয়ানডে জিম্বাবুয়ের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল