২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হোল্ডারের রেকর্ডের ম্যাচে জিতল ভারত

ম্যান অব দ্য ম্যাচ উমেশ যাদব - ছবি : এএফপি

ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের রেকর্ড গড়া ম্যাচে তার দল হেরেছে শোচনীয়ভাবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হেরছে ১০ উইকেটে। ভারতীয় পেসার উমেশ যাদবের রেকর্ড বোলিংয়ে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে সমান তালে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১২৭ রানে।

ফলে চতুর্থ ইনিংসে ভারতের সামনে টার্গেট দাড়িয়েছে মাত্র ৭২ রানের। কোন বিপদ ছাড়াই দুই ওপেনার যা পেরিয়ে গেছেন রোববার বিকেলে। এই জয়ের ফলে ভারত দেশের মাটিতে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩১১ রানের জবাবে ৩৬৭ রান করেছিলো কোহলি বাহিনী। প্রথম ইনিংসে ৫৬ রানের লিড পেয়েছিলো ভারত। যার ফলে ম্যাচে লড়াইয়ে আবহ তৈরি হয়েছিলো। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের কোন সুযোগই দেননি ভারতীয় বোলাররা। বিশেষ করে উমেশ যাদব ছিলেন আগ্রাসী।

ইনিয়সের দ্বিতীয় বলেই ওপেনার ব্রাথওয়েটকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞ ‍শুরু করেন এই পেসার। ব্র্যাথওয়েটের মত আরেক ওপেনার কাইরন পাওয়েলও শুন্য হাতে ফিরেছেন। তাকে শিকার করেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শাই হোপ ও শিমরোন হেটমায়ার। ৩৯ রানের জুটি গড়ে দলীয় ৪৫ রানেই থামেন হোপ ও হেটমায়ার। হোপ ২৮ ও হেটমায়ার ১৭ রান করেন। এরপর সুনীল অ্যামব্রিস ছাড়া আর কোন ব্যাটসম্যানই ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া উমেশ এবার নিয়েছেন ৪৫ রানে ৪ উইকেট। স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট। একের পর এক উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত তুলেছে ১২৭ রান। সর্বোচ্চ ৩৮ রান করেছেন সুনীল অ্যামব্রিস।

এই রান টপকাতে নেমে ভারতের দুই ওপেনার সময় নিয়েছেন মাত্র ১৬ দশমিক এক ওভার। এই জয়ের ফলে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো।

এক শ’ বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার
টেস্ট ক্রিকেট ইতিহাসে এক শ’ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। এক বছরে অন্তত ৩০ উইকেট শিকারীর গড়ের তালিকায় এ রেকর্ড গড়েন তিনি। চলতি বছর ৬ ম্যাচে ১১ দশমিক ৮৭ গড়ে ৩৩ উইকেট নেন হোল্ডার। ফলে গেল ১শ বছরে সেরা বোলিং গড়েন রেকর্ডের মালিক হন ক্যারিবীয় দলপতি। এতোদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন পাকিস্তানের শোয়েব আকতার। ২০০৩ সালে ১২ দশমিক ৩৬ গড়ে ৩০ উইকেট নিয়েছিলেন আকতার।

হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নেয়ার মধ্য দিয়ে শুধু শোয়েব আখতারকেই পেছনে ফেলেননি হোল্ডার ভেঙেছেন ১০০ বছরের পুরনো রেকর্ড।

সেরা বোলিং গড় সর্বশেষ ১শ বছরের (অন্তত ৩০ উইকেট)
খেলোয়াড়---------- বছর------------------ উইকেট------------ গড়
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)--- ২০১৮ ------ ৩৩--------- ১১.৮৭
শোয়েব আকতার (পাকিস্তান) ------২০০৩ ------- ৩০ -------- ১২.৩৬
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) -------১৯৮৪------- ৩৫ --------- ১৩.২০
ইমরান খান (পাকিস্তান) ---------------১৯৮২ ------ ৬২---------- ১৩.২৯
ইমরান খান (পাকিস্তান) ----------------১৯৮৬ ------ ৩৩ --------- ১৪.২১
ওয়াকার ইউনিস (পাকিস্তান) -----------১৯৯৩------  ৫৫ -------- ১৫.২৩
গ্লেন ম্যাকগ্রা (পাকিস্তান) ---------------২০০০ ------- ৩৯ -------- ১৫.৫৮
খান মোহাম্মদ (পাকিস্তান) --------------১৯৫৫ --------৩৫ -------- ১৫.৮৫

কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ) -----১৯৯০ --------৩৪ --------- ১৬.০৫
কর্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ) -----১৯৯৩ ------- ৩৩ ---------- ১৬.০৯


আরো সংবাদ



premium cement
শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ

সকল