২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাঠে ঢুকে কোহলি ভক্তের কাণ্ড

মাঠে কোহলির সাথে ভক্তের সেলফি - ছবি : এএফপি

নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে মাঠের ভেতর প্রবেশ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে সেলফি তুললেন তারই এক ভক্ত। হায়দারাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে এমন ঘটনা ঘটে।

ম্যাচের প্রথম সেশনে খেলা শুরুর ৩০ মিনিটের সময় হঠাৎ করেই মাঠের ভেতর প্রবেশ করে দৌঁড়ে কোহলির সামনে যান এক ক্রিকেট ভক্ত।  এরপর তার সাথে সেলফি তুলেন এবং কোহলিকে জড়িয়ে ধরেন। কোন বাধাঁ দেননি কোহলি।

তবে সেলফি তোলার পর কোহলিকে চুম্বন করার চেষ্টা করেন ঐ ভক্ত; কিন্তু এতে বিব্রতবোধ করেন কোহলি। এর মধ্যে মাঠে প্রবেশ করে
নিরাপত্তা কর্মীরা। পরে ঐ ভক্তকে ধরে নিয়ে মাঠ ছাড়ে নিরাপত্তাকর্মীরা। এরপরই পানি পানের ঘোষণা দেন অন-ফিল্ড আম্পায়াররা। এসময় টিভি ক্যামেরার মধ্যমনি ছিলেন কোহলি। তখন তাকে বেশ হতাশাগ্রস্থ দেখাচ্ছিলো।

এই সিরিজে এমন ঘটনা দ্বিতীয়বারের মত ঘটলো। এর আগে রাজকোটে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে মাঠে এক  দর্শক প্রবেশ করেছিলো।

প্রথম দিনের খেলার রিপোর্ট পড়তে এখানে ক্লিক করুন

ভারতের ওয়ানডে দলে পান্থ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্য্যাচে জন্য ঘোষিত ভারতীয় দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ঋষভ পান্থ। ফলে দল থেকে বাদ পড়লেন দিনেশ কার্তিক। এছাড়া দুই পেসার ভুবেনশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় নির্বাচকরা। অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন বিরাট কোহলি। সর্বশেষ টুর্নামেন্ট এশিয়া কাপে বিশ্রামে ছিলেন কোহলি।

ভারতের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট ও টি-২০ ম্যাচ খেলেছেন পান্থ। টি-২০তে নজর কাড়ত না পারলেও, টেস্টে নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পান্থের। ওভালের টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেন এই বাঁ-হাতি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথমটিতে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তাই সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় ওয়ানডে দলে সুযোগ পেলেন পান্থ। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৩৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিতে ৮৩৮ রান করেছেন পান্থ।

এশিয়া কাপ চলাকালীন ইনজুরিতে পড়েন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। পুরোপুরি সুস্থ হতে না পারায় দলে সুযোগ পাননি তিনি। এশিয়া কাপের ফাইনালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া কেদার যাদবেরও সুযোগ হয়নি দলে।

এক বছর আগে ওয়ানডে খেলা পেসার মোহাম্মদ সামিকে দলে রেখেছে ভারত। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। ইংলিশদের বিপক্ষে সিরিজে ১৬টি উইকেট নেন সামি। ক্যারিবীয়দের বিপক্ষে ২টি উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।আগামী ২১ অক্টোবর থেকে গুহাটিতে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনিষ পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, খলিল আহমেদ ও শারদুল ঠাকুর।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল