২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাকিবের আঙুলের ইনজুরি : যা বললেন আকরাম খান

যোদ্ধা সাকিবের ওপর আস্থা রাখতে বললেন আকরাম খান - সংগৃহীত

শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে এক দুঃসংবাদ শুনিয়ে গেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। বলেছেন, চাইলে তার আঙুল আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। বড়জোর ব্যাট ভালোভাবে ধরতে পারবেন, ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন। সাকিবের মুখে এমন কথা শোনার পরই কার ভালো লাগার কথা! অজানা আশঙ্কায় বুক কাঁপছে ভক্তদের।

প্রশ্ন জাগছে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আগের ধারায় ফিরতে পারবেন তো! না পারলে কী হবে। তার জায়গায় হাল ধরবে কে? তবে সবার আস্থা ফিরিয়ে আনলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। যোদ্ধা সাকিবের ওপর আস্থা রাখতে বললেন। বললেন, সাকিব ঠিকই ফিরবে আগের চেহারায়।

গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘সাকিব ব্যথা নিয়েই যেভাবে ভালো খেলেছে, সে একজন যোদ্ধা। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় চোটে পড়ে খেলাই ছেড়ে দিয়েছে। আমাদের মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু, কষ্ট হলেও পারফরম্যান্স সে ধরে রাখবে। গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন। ওদের অনেক আগ থেকেই চিনি। তারা মানসিকভাবে শক্ত। আশা করি, আগের জায়গায় তারা ফিরে আসবে।’

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে আঙুলের চোটে পড়েন সাকিব। চোট কাটিয়ে ফিরেন মার্চে নিদাহাস ট্রফির শেষ দিকে। এরপর দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটটা আবার মাথাচাড়া দেয়ায় পুরো সিরিজে ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলেছেন সাকিব। ক্যারিবীয় সিরিজ শেষে দেশে ফিরে সাকিব অস্ত্রোপচারের ইচ্ছের কথা জানান। কিন্তু বিসিবি সভাপতির চাওয়া ও দলের কথা ভেবে অস্ত্রোপচার পিছিয়ে দেন। চোট নিয়েই এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আঙুলের অবস্থার এতটাই অবনতি হয় যে দেশে ফিরতে বাধ্য হন।

আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র যাওয়া বাতিল করে ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। সেখানে কয়েক দফায় পুঁজ অপসারণ করা হয়েছে সাকিবের। তবে সংক্রমণ থেকে পুরোপুরি মুক্তির আগে অস্ত্রোপচার সম্ভব নয়। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখাতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন সাকিব। তার সাথে আলোচনা করে চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে সাকিবের আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ফিজিও থিহান চন্দ্রমোহনেরও দায় দেখছে বিসিবি।

জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে। কিছু দিন আগেই ইনজুরি থেকে ফিরেছেন একাধিক ক্রিকেটার। সামনেই ২০১৯ বিশ্বকাপ। এর আগে একাধিক সিরিজ, একাধিক ম্যাচ। রয়েছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি। দীর্ঘ সফরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইনজুরিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে ৬-৭ মাস আগে টিম ম্যানেজম্যান্টের সাথে আলাপ আলোচনা করেছিলাম। সত্যি কথা বলতে এখন ১৩-১৪ জন ক্রিকেটার ইনজুরিতে আছে! এটা আমাদের জন্য অনেক সিরিয়াস একটা ব্যাপার। কারণ আমাদের অপশন অনেক কম। এখন থেকে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনেক গুরুত্বের সাথে নিতে হবে।’

জাতীয় দলের মতো করে আরেকটি দল সাজানোর পরিকল্পনা বিসিবির। হতে পারে সেটা ‘এ’ দল। সেই দলের খেলোয়াড়দের রাখা হবে মূলত ব্যাকআপ হিসেবে। পাশাপাশি আন্তর্জাতিক সিরিজে পর্যায়ক্রমে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার পক্ষে অনেকে। সাথে সাথে নতুনদের সুযোগ দেয়ার পক্ষেও অনেকে।

‘কোন খেলোয়াড়কে খেলানো যাবে, কাকে খেলানো যাবে না এসব নিয়ে আমাদের ভাবতে হবে। আবার এর মধ্যে জিততেও হবে। কিছু খেলোয়াড় আছেন যারা খুব দ্রুত সেরে উঠবেন। হয়তো সাকিব-তামিমেরটা একটু সময় লাগবে। তাদের ফিরে আসতে যত সুযোগ-সুবিধা দরকার হবে সব দিব। এই মুহূর্তে যারা সিনিয়র ক্রিকেটার আছেন বা ইনজুরিতে যারা আছেন ওদের কথা চিন্তা করব এবং সেই সাথে ম্যাচ জেতার জন্য কাদের খেলাতে হবে সেটাও মাথায় রাখতে হবে। তরুণদের সুযোগ দেয়া হবে। ওরা যদি ভালো খেলে তাহলে ভালো। তাদেরকে নিয়েও পরবর্তীতে রিক্স নেয়া যাবে।’

ইনজুরি মিছিলের জন্য নিজেদের ভাগ্যকে দুষলেন আকরাম, ‘স্পোর্টসম্যানদের ইনজুরি সমস্যা থাকে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ... তাই এশিয়া কাপে ৫০ ভাগ শক্তি নিয়ে খেলেছি। গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটার ইনজুরি নিয়ে খেলেছে আবার অনেকে ইনজুরিতে পড়েছে। নতুন করে আবার কেউ গুরুতর ইনজুরিতে পড়লে তখন কিছু করার থাকবে না।’

 

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দুঃসংবাদ শুনিয়ে গেলেন সাকিব

ত্রিদেশীয় সিরিজের খেলার সময় বাম হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে সেই চোট নিয়ে নয় মাস খেলেছেন তিনি। তবে এশিয়া কাপের আগে তিনি অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু দলের প্রয়োজনে এই টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছেন। তবে মাঝপথেই আঙুলের ব্যাথা বেড়ে যায়। জানা যায়, অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে সেটি নির্ভর করছে সংক্রমণ কমার পর। এই ব্যাপারে পরামর্শ করতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ায় যাত্রা করেন। যাওয়ার আগে সাকিব জানিয়ে গেলেন এক দুঃসংবাদ, তার আঙুল আর স্বাভাবিক হবে না।

তিনি জানান, 'সংক্রমণ সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। ওটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো শল্যবিদ অস্ত্রোপচার করবে না। ওখানে হাত দিলে হাড়ে চলে যাবে, আর হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট! এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে সংক্রমণটা কমানো যায়। এই আঙুলটা আর কখনো শতভাগ ইয়ে (ঠিক) হবে না। যেহেতু নরম হাড়, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। অস্ত্রোপচার করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট চালিয়ে যেতে পারব।'

চোট থেকে সেরে উঠতে অনেকটা সময় লাগবে সাকিবের। এর ফলে দেশের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হবে না এই অধিনায়কের। আশা করছেন জানুয়ারিতে বিপিএলের আগেই সেরে উঠবেন, 'সংক্রমণটা আগে দূর করতে হবে। ওটা চলে গেলে আসলে বোঝা যাবে কত সময় লাগবে। আর আসল অস্ত্রোপচার করা হলে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে। সাধারণত ছয় সপ্তাহের মধ্যেই হয়ে যায়, দুই সপ্তাহ বেশি ধরে রাখা হয়। যদি ছয় সপ্তাহের মধ্যে হয়ে যায়, তাহলে বিপিএলের বেশ আগে ফিট হয়ে যাবো।' (০৬ অক্টোবর ২০১৮, প্রকাশিত সংবাদ)


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল