২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানকে হারানোর পর যা বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। - ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগাররা ৬ জাতির এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ আগামী শুক্রবার ভারতের মুখোমুখি হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায়, দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সকল কর্মকর্তা সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।

প্রধানমন্ত্রী উক্ত অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে মর্মেও আশাবাদ ব্যাক্ত করেন।

সপ্তাহব্যাপী সরকারি সফরে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছান।

আরো পড়ুন: শেবাগের মুখে বাংলাদেশের প্রশংসা!

নয়া দিগন্ত অনলাইন, ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৯


বাংলাদেশকে নিয়ে প্রায়শই নেতিবাচক মনোভাব পোষণ করেন ভারতের সাবেক ওপেনার শেবাগ। - ছবি: সংগৃহীত
টিম ইন্ডিয়ার কাছে টাইগারদের 'নাতি' সম্বোধন করে আলোচনা আসেন ভারতের সাবেক ওপেনার শেবাগ। সেই তার মুখেই এবার বাংলাদেশের প্রশংসা। বুধবার রাতে আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়ার পরপরই টুইট করেন শেবাগ। এমন জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় মেতেছেন ফাইনালের প্রতিপক্ষ ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

আবুধাবিতে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। শুরুতে ৩ উইকেট হারালেও মুশফিকুর রহিম (৯৯) ও মোহাম্মদ মিথুনের (৬০) ১৪৪ রানের চতুর্থ উইকেট জুটিতে ২৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহদের দারুণ বোলিংয়ে পাকিস্তান থেমে যায় ২০২ রানেই।


বাংলাদেশের জয়ের পর সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ টুইট করেছেন, ‘কেউই আন্ডারডগ নয়। অনেকেই ধারণা করেছিল ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। কিন্তু বাংলাদেশ তাদের দিনে দুর্দান্ত। পাঁচ ম- মুশফিকুর, মিথুন, মুস্তাফিজুর, মাহমুদউল্লাহ, মেহেদীর পারফরম্যান্স ছিল অসাধারণ। পাকিস্তানের পোড়া কপাল।’

আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের টুইট, ‘অসাধারণ দলগত পারফরম্যান্স করে ফাইনালে উঠল বাংলাদেশ। টানা দুটি বাঁচা-মরার ম্যাচ জিতে তারা দারুণ প্রতিশ্রুতি দেখিয়েছে।’

শুক্রবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

 

আরো পড়ুন:  পাকিস্তানকে হারাতে যে কৌশল গ্রহণ করেছিলেন মাশরাফি

ইএসপিএনক্রিকইনফো,  ২৭ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ফাইনাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ২৩৯ রান করেও দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ৩৯ রানের এই জয় পেতে নতুন কৌশল অবলম্বন করেছিলেন দি ক্যাপ্টেন মাশরাফি। তার ওই কৌশলের কাছেই নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, আমরা কিছু পরিবর্তন এনেছিলাম। সাধাণত আমি নিজেই বোলিং উদ্বোধন করি। কিন্তু এ দিন আমরা শুরু করি মিরাজকে দিয়ে। তাতেই ফল পাওয়া যায় হাতে হাতে। বোলাররা খুব ভালো কাজ করেছে। বিশেষ করে আমরা খুব বড় না না পাওয়ায় বোলাদের দায়িত্ব ছিল অনেক বেশি।

তবে তিনি মুশফিকুর রহীম আর মোহাম্মদ মিঠুনের কৃতিত্বও ভোলেননি। দলের বিপর্যয়কর মুহূর্তে তারাই হাল ধরে দলকে লড়াই করার মতো অবস্থানে এনে দিয়েছিলেন। 
মাশরাফি বলেন, মুশি আর মিঠুন ভালো ব্যাট করেছে। আমরা আজ আমাদের ফিল্ডিং নিয়েও গর্বিত। অনেক দিন এমন ভালো ফিল্ডিং আমরা করিন্ 
মাশরাফি বলেন, আমরা আশা করছি যে খেলোয়াড়রা ভালো ফিল্ডিং করার গুরুত্ব বুঝতে পারবে। 

তিনি বরেন, তবে আমাদের ব্যাটিং আর বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। আমি ভাগ্যবান যে আমি আমার ক্যাচ ফেলিনি। কারণ শোয়েব মালিক দারুণ ফর্মে ছিলেন। তবে সার্বিকভাবে আমাদের ফিল্ডিং হয়েছে খুবই ভালো।

ফাইনালে ভারত প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময় জানি, ভালো খুবই সিরিয়াস সাইড। আমাদের দলে সাকিব নেই, তামিম নেই। তবে আশা করি, শুক্রবার তারা তাদের খেলাটি দেখাবে।

 

আরো পড়ুন : ম্যাচ সেরার পুরস্কার পেয়ে যা বললেন মুশফিক

নয়া দিগন্ত অনলাইন ,২৭ সেপ্টেম্বর ২০১৮


মুশফিকের ৯৯ রানের ইনিংসের উপর লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। - ছবি: এএফপি
চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি করতে পারলেন না মুশফিকুর রহিম। সেই ইনিংস শেষ হয়েছে আক্ষেপ দিয়ে। কিন্তু মুশফিকের ৯৯ রানের সেই ইনিংসে ভর করে দল পেয়েছে লড়াই করার মতো পুঁজি। আর তার করা রানের উপর ভর করে সম্বল ফাইনালের দেখা টাইগার বাহিনী।

এই এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি প্রায় ২৪টি ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভীষণ চাপের মধ্যে খেলেছেন ১৪৪ রানের অসাধারণ এক ইনিংস। ভীষণ চাপের মধ্যে মুশফিক কীভাবে খেলেন এমন অসামান্য সব ইনিংস? এ প্রশ্নটা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজার। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক এই প্রশ্নের জবাব দিয়েছেন নিজের উপর আত্মবিশ্বাসই তাকে কঠিন মুহুর্তে দলের হাল ধরতে শক্তি যোগায়।


সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা আফসোস হয়তো আছে কিন্তু দিন শেষে দলের জয়ে তা অনেকটা চাপা পড়ে গেছে। নিজেদের ইনিংসের শুরুতেই ৪.২ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর সেখান থেকেই মোহম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে দলকে টেলে তুলেন মুশফিক। ১৪৪ রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশীপই বাংলাদেশ দলকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যায়।

পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে শাহিন আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। তার ৯৯ রানের উপর ভর করেই ২৩৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। আর ম্যাচ শেষে ৩৭ রানের জয় পায় বাংলাদেশ। আর তাই মুশফিকুর রহিমের হাতে ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে মুশফিক বলেন, ‘নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মিথুনও দুর্দান্ত ব্যাট করেছে। শুরুতেই কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর তাকে বলেছিলাম, ক্রিজে আমাদের থাকতে হবে। কিভাবে যেকোনো পরিস্থিতিতে ব্যাট করা যায় তা নিয়ে অনুশীলন করেছি। ভালো প্রস্তুতি ছিল। সেটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল