১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

যাদের নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান

যাদের নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি - সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিনত হয়েছে। দুই দলের কাছেই আজেকের ম্যাচটি মহা ‍গুরুত্বপূর্ণ। 

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শেষের ওভারে বা হাতে খেল দেখিয়ে বাংলাদেশকে জয় এনে দেয়া কাটার মাস্টার মুস্তাফিজের কাছ থেকে দল আজকেও তেমন কিছুই চাইবে। মুস্তাফিজ বিশেষ করে শেষ স্পেলিংয়ে দুর্দান্ত বোলিং করে থাকেন। ওয়ানডে ম্যাচের শেষ ওভারগুলোতে গত তিন বছর ধরে মুস্তাফিজ গড়ে ৬ রানের কম দিয়ে আসছেন।  

তাই স্বাভাবিক ভাবেই মুস্তাফিজের অসাধারন স্লোয়ার, ইয়র্কার আর বাউন্সারের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এছাড়া মাশরাফি ও মেহেদির মিতব্যয়ী বোলিংয়ে চাপে থাকবে পাকিস্তান।

অন্যদিকে মাহমুদুল্লাহ আর ইমরুল কায়েসও ধারাবাহিক সাফল্য আশা করবে বাংলাদেশ দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।  

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : ইমাম-উল-হক, ফখরে জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, সাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, উসমান খান ও শাহেন শাহ আফ্রিদী।

 

আরো দেখুন: পাকিস্তান দলের যে দুর্বল দিকগুলো ধরে ফেলেছে বাংলাদেশ

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের খেলা পরিণত হয়েছে সেমিফাইনাল ম্যাচে। যে দল জিতবে তারাই ফাইনালে মুখোমুখি হবে ভারতের। আপাতদৃষ্টিতে পাকিস্তান শক্তিশালী মনে হলেও বেশ কিছু কারণে মূলত বাংলাদেশই এগিয়ে আছে।

পাকিস্তানের আত্মবিশ্বাসহীনতা: বাংলাদেশ দল সবেচেয় বেশি এগিয়ে আছে পাকিস্তানের আত্মবিশ্বাসহীনতার দিক থেকে। পরপর ভারতের কাছে হেরে তাদের আত্মবিশ্বাস এখন তলানিতে সেটা পাকিস্তানের কোচও স্বীকার করেছেন। অন্যদিকে শেষ মুহুর্তে আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই।


পেসারদের ব্যর্থতা: পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির একেবারেই ফর্মে নেই। গত ছয় ওয়ানডে ধরে উইকেট শূন্য আমিরকে নিয়ে ভাবনায় আছে খোদ পাকিস্তান দল। এছাড়া হাসান আলিও ভালো ফর্মে নেই। এশিয়া কাপের সব ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন গড়ে ৫১.৬৬ রান দিয়ে। এছাড়া অন্য পেসারদের অবস্থাও ভালো নয়।

ফিল্ডিং দুর্বলতা : পাকিস্তান ফিল্ডিংয়ে খুব বাজে করেছে এশিয়া কাপের ম্যাচগুলোতে। গত দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ টি ও ভারতের বিপক্ষে ৩টি ক্যাচ মিস করেছে পাকিস্তানের খেলোয়াড়রা।

ব্যাটিং ব্যর্থতা : বোলিং ও ফিল্ডিং ব্যর্থতার পাশাপাশি পাকিস্তান তাদের ব্যাটসম্যানদের নিয়েও শঙ্কায় আছে। কারণ ওপেনার দুই ব্যাটসম্যান ইমাম-উল-হক ও ফখরে জামান এশিয়া কাপে নিজেদের প্রমাণ করতে সক্ষম হচ্ছেন না। এছাড়া বাবর আজমসহ টপ অর্ডরের ব্যাটসম্যানদের কেউ নিজেদের সেরাটা দেখাতে সক্ষম হয়নি।

সাম্প্রতিক সাফল্য নেই পাকিস্তানের : পাকিস্তানের এশিয়া কাপ তেমন ভালো যাচ্ছে না। হংকংয়ের সাথে জয় ছাড়া পাকিস্তান এই এশিয়া কাপে খানিকটা নেতিবাচক অবস্থানে রয়েছে। ভারতের সাথে দুটো ম্যাচেই একদম বড় ব্যবধানে হেরেছে। ভারতের কাছে পাকিস্তান একটি ম্যাচে আট উইকেটে ও একটি ম্যাচে নয় উইকেটে হেরেছে। দুই ম্যাচ মিলিয়ে মাত্র তিন উইকেট নিয়েছে পাকিস্তানের বোলাররা। এমন ব্যবধানে হার যেকোনো দলের মানসিক শক্তিতে আঘাত হানে।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল