১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় দলে পরিবর্তন!

ভারতীয় দলে পরিবর্তন! - ছবি : সংগৃহীত

তাহলে কি বিশ্রাম দেয়া? ইঙ্গিত তো সেরকমই। পরপর ম্যাচ খেলার ধকল থেকে বিশ্রাম। সেরকমই ভাবছে ভারতীয় শিবির। দলের দুই ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বহীন আফগানিস্তান ম্যাচে বিশ্রাম দেয়ার কথাই ভেবেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এমনই জানা গেল। কারণ, ২৮ সেপ্টেম্বর ফাইনালের আগে দুই বোলারকে তরতাজা চাইছে ভারতীয় শিবির।

হাতে রয়েছে অন্য দুই ফাস্ট বোলার খলিল আহমেদ এবং সিদ্ধার্থ কল। এশিয়া কাপ থেকে আফগানিস্তান ছিটকে গেলেও কোনো সন্দেহ নেই, তারাই সেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তাই নিয়মরক্ষার ম্যাচ হলেও আফগানিস্তানকে সহজ করে দেখতেও চাইছে না ভারতীয় দল। তাই রদবদল হলেও সেরা দল নিয়েই মাঠে নামতে চান রোহিত শর্মা। জেতার ছন্দ ধরে রাখাই লক্ষ্য।
ব্যাটিং লাইন আপেও শিখর ধাওয়ানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে কাল ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ধাওয়ানকে বিশ্রাম দিলে লোকেশ রাহুলকে খেলানো হতে পারে। মিডল অর্ডারে মণীশ পান্ডেকে দেখে নেওয়ার ভাবনা রয়েছে। নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কী দল হবে তা নিয়ে আলোচনা চলছে ভারতীয় শিবিরে। ফাইনােল উঠে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাইছেন রবি শাস্ত্রী–রোহিত শর্মারা।

আফগানিস্তানের রশিদ খান তো ইতিমধ্যেই এশিয়া কাপে সাড়া ফেলে দিয়েছেন। সেই রশিদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। জানিয়েছেন, ‘আমার সঙ্গে রশিদ ভাইয়ের খুব একটা দেখা হয়নি। কিন্তু ও আমার ফেবারিট। তবে, যেটুকু দেখা হয়েছে, বোলিং নিয়ে কথা বলেছি।’ বোঝা গেল, ভারতের এই রিস্ট স্পিনার আফগান রিস্ট স্পিনারের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।

হংকং ম্যাচ নিয়ে খারাপ লাগা ভারতীয় শিবিরে রয়েছে। জিতলেও বেশিরভাগ ক্রিকেটারই বলছেন, ওই ম্যাচে ভাল খেলেননি তাঁরা। কিন্তু তারপর দু’টি ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারতীয় ড্রেসিংরুমের মনোবল একলাফে অনেকটাই বেড়ে গেছে। সেটা স্বীকার করে নিয়েছেন চাহাল। ‘পরপর দু’‌বার পাকিস্তানকে হারানো আমাদের কাছে বিশাল ব্যাপার। আগে কখনও পাকিস্তান ম্যাচ খেলিনি। উত্তেজনা কীরকম টের পেয়েছি। জিতে নিঃসন্দেহে আমাদের মনোবল বেড়েছে।’

এমন মনোবল তুঙ্গে থাকা দলের বিরুদ্ধেই নিয়মরক্ষার ম্যাচ খেলবেন আফগান ক্রিকেটাররা। তারাও এবারের এশিয়া কাপে চমকের পর চমক দিয়েছেন। আফগান অধিনায়ক আসগর আফগান বলছেন, ‘আমরা শক্তিশালী দলগুলোর সঙ্গে খেললাম। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। পরে কাজে লাগবে। আশা করছি শেষ ম্যাচেও নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলব।’

আরো পড়ুন :

প্রথম বাংলাদেশী হিসেবে ২৫০ উইকেট মাশরাফির
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত পরশু রাতে এশিয়া কাপের ১৪তম আসরে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে ২ উইকেট নেন মাশরাফি। এই ম্যাচের মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন টাইগার নেতা। নিজের ১৯৪তম ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাশরাফি বাংলাদেশের জার্সি গায়ে ২৪৯ উইকেট শিকার করেন। অন্য একটি এশিয়া একাদশের হয়ে। দেশের পক্ষে ছাড়াও এশিয়া একাদশের হয়ে ক্যারিয়ারে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। ওই দু’ম্যাচ থেকে এক উইকেট নেন মাশরাফি। ফলে ওয়ানডে ফরম্যাটে তার সর্বমোট শিকার ২৫০টি।

মাশরাফির পর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শিকারি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৯২ ম্যাচে ২৪৪টি উইকেট নেন তিনি। জাতীয় দলের বাইরে অন্য কোনো ম্যাচ খেলেননি সাকিব।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল