২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

শনিবার দুবাই যাচ্ছেন সৌম্য, ইমরুল

সৌম্য সরকার ও ইমরুল কায়েস - ছবি : সংগ্রহ

এশিয়া কাপের দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তামিম ইকবালের ইনজুরির পর তার ব্যাকআপ হিসেবে, একজন নয়- দুজন ওপেনার যোগ দিচ্ছেন দলের সাথে।

টুর্নামেন্টের মাঝপথেই আজ দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। শনিবার সন্ধ্যায় তারা দুবাইয়ের বিমানে উঠবেন। সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তামিমের বদলী হিসেবে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তার সঙ্গী লিটন দাসও ভালো করতে পারছেন না। সব ম্যাচেই আগেভাগে ওপেনিং জুটি ফিরে গিয়ে বিপাকে ফেলছে দলকে। যে কারণেই হয়তো দুই জন নতুন ওপেনার নিচ্ছে বোর্ড।
এই দুজনকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করেছেন দুবাইয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানান, ‘তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা। দুটি ম্যাচে ওপেনিং ভালো পারফরম্যান্স পাইনি। তাই নতুন সদস্য নেয়া হচ্ছে দলে।’

কিন্তু তাই বলে একসঙ্গে একই পজিশনের দুজন কেন? আকরাম খান জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল একজন ওপেনারের। ঝুঁকি এড়াতেই দুজনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আকরাম বলেন, ‘টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দুজন ওপেনারকে নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট ও বোর্ডপ্রধানের সঙ্গে আলাপ–আলোচনা করে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে আনছি।’

কিন্তু ১৫ জনের দলে তামিম ইকবালের বদলি হওয়ার মতো কেউ নেই কেন- এমন প্রশ্নে আকরাম খান বলেন, ‘আমরা কিন্তু এসব বিষয় চিন্তা করেই একজন ব্যাকআপ খেলোয়াড় নিয়ে এসেছিলাম। যাদের আমরা ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছি। ওরা ভালো খেলোয়াড়। ওদের দারুণ সুযোগ ছিল। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু ওখানে ওরা রান করতে পারেনি। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে।’

এদিকে শুক্রবার দুবাইয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই বিষয়টি প্রথম জানেন মাশরাফি বিন মুর্তজা। সাংবাদিকদের কাছে বিষয়টি শুনে বলেন, ‘ আমি মাঠে ছিলাম। কাদের নেয়া হয়েছে তা জানিনা এখনো। স্কোয়াডে দুইজন খেলোয়াড় অন্তর্ভুক্তির বিষয়টিও পরিষ্কার নয় আমার কাছে। শুনেছিলাম এ রকম কথা, তবে জানতাম না যে হয়ে গিয়েছে।’

আরো পড়তে ক্লিক করুন:

হারের পর যা বললেন মাশরাফি

টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানের জয়


আরো সংবাদ



premium cement
চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত অপহরণের ২৬ ঘণ্টা পর সাংবাদিকের বড় ভাই উদ্ধার

সকল