২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রনির সামনে অসহায় আফগানিস্তান

রনির সামনে অসহায় আফগানিস্তান - ছবি : ইএসপিএনক্রিকইনফো

আবু হায়দার রনির সামনে অসহায় হয়ে পড়েছে আফগানিস্তান। আবু ধাবিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আফগানিস্তান। ৬.২ ওভারে তাদের সংগ্রহ ২৯ রান।
রনির প্রথম শিকার হন ইহসানউল্লাহ। নিজের প্রথম ওভারের ৪র্থ বলে তিনি উইকেট পেয়ে যান। এরপর খেলার ৬ষ্ট ওভারে তিনি রহমত শাহকে বিদায় করেন।

ওয়ানডে অভিষেক হলো শান্ত ও রনির
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির। এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ষষ্ঠ ও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় শান্ত ও রনির।

আফগানদের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পরিবর্তে দলে সুযোগ পান শান্ত ও রনি। বাংলাদেশের ১২৬ ও ১২৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক ঘটলো শান্ত ও রনির। ইতোমধ্যে অন্য ফরম্যাটে জাতীয় দলের জার্সি পড়েছেন শান্ত ও রনির।

২০১৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে শান্তর। ওই ম্যাচে ৩০ রান করেন তিনি। এরপর আরও কোন টেস্ট খেলতে পারেননি ২০ বছর বয়সী শান্ত। ঘরোয়া আসরে লিস্ট ‘এ’তে ৭১ ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৪ রান করেছেন শান্ত।
বাংলাদেশের হয়ে ১০টি টি-২০ খেলেছেন রনি। ১০ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচে ৯৫ উইকেট শিকার করেন রনি।

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ বাংলাদেশ
এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ষষ্ঠ ও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ বাংলাদেশ। টস লড়াইয়ে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় আফগানিস্তান।

বাংলাদেশ একাদশে দু’টি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনি। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শান্ত ও রনির।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৩৭ রানে হারায় শ্রীলংকাকে। বাংলাদেশের মত আফগানিস্তানও শুভ সূচনা করে। লংকানদের ৯১ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আফগানরা। আফগানিস্তানের জয়ে শেষ চার নিশ্চিত হয় বাংলাদেশেরও।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

আফগানিস্তান দল : আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাবেদ আহমাদি, রহমত শাহ, হাশমত শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ সিনওয়ারি, মুনির আহমেদ কাকার, সৈয়দ আহমদ শেরজাদ, শরাফুদিন আশরাফ ও ওয়াফাদার।

 

সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ভারতের বিরুদ্ধে ম্যাচ : বাংলাদেশের সামনে ২০১২ সালের স্মৃতি
এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। শুক্রবার দুবাইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। জয় দিয়ে সুপার ফোর শুরুর লক্ষ্য থাকবে দু’দলের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্যায়ে সেরা পারফরমেন্স দিয়েই সুপার ফোরে নাম লেখায় বাংলাদেশ ও ভারত।

এশিয়া কাপে দশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে নয়বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে একবার হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১২ সালের আসরে নিজেদের মাটিতে ভারতকে পরাজিত করে টাইগাররা।


আরো সংবাদ



premium cement

সকল