২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সুপার ফোরের শিডিউল দেখে ক্ষেপে গেলেন মাশরাফি

সুপার ফোরের শিডিউল নিয়ে ক্ষেপে গেলেন মাশরাফি। ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ সূচি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সমালোচনা করেছেন। এই সূচির ফলে বাংলাদেশ দলকে কোন বিশ্রাম ছাড়াই আবুধাবি থেকে দুবাই গিয়ে পর পর দুই ম্যাচ খেলতে হবে।

সুপার ফোরে যাওয়া দলগুলোকে নিয়ে এসিসি তাদের ম্যাচ সূচি নির্ধারণ করেছে। দুই গ্রুপের খেলা থাকা সত্ত্বেও শুক্রবার থেকে সুপার ফোর শুরু হবে। তাছাড়া গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দুটিও চূড়ান্ত হয়নি। নিয়ম অনুযায়ী গ্রুপ এ-এর চ্যাম্পিয়নের সাথে গ্রুপ বি-এর রানার্স-আপ এবং গ্রুপ বি-এর রানার্স-আপের এর সাথে গ্রুপ এ-এর চ্যাম্পিয়নের খেলা দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু নতুন দেয়া ম্যাচ সূচি অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হওয়া ছাড়াই বাংলাদেশকে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলে ঐ দিনই আবার দুবাই চলে যেতে হবে এবং তার পরের দিন শুক্রবার ভারতের সাথে পরবর্তী ম্যাচ খেলার জন্য। আবার রবিবার বাংলাদেশ দলকে আফগানিস্তানের সাথে খেলতে আবুধাবিতে যেতে হবে। 

মাশরাফি বলেন, এটা খুবই হতাশাজনক।  এখানে মূল কথা হলো আমরা শেষ ম্যাচ খেলার আগেই বি গ্রুপের দ্বিতীয় দল হয়ে গেছি।  আমরা এখানে একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। যদি আমরা ভালো খেলে শ্রীলঙ্কাকে হারাতে পারি তাহলে আমরা বি গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে এ গ্রুপের রানার্স-আপ দলের সাথে খেলব।  কিন্তু আজ সকালে জানতে পারলাম ইতোমধ্যেই আমাদেরকে বি গ্রুপের রানার্স-আপ দল হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আফগানিস্তানের সাথে হারি বা জিতি তার কোন প্রভাব পড়বে না। এটা সত্যিই খুব হতাশাজনক একটি ব্যাপার।

মাশরাফি আরো বলেন, এটা একটি আন্তর্জাতিক ম্যাচ যেখানে আমরা আমাদের দেশ ও জাতিকে প্রতিনিধিত্ব করে থাকি। সুতরাং এটা আমাদের দেখতে হবে। 

খেলার সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর শুক্রবার আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।  অন্যদিকে একই দিনে একই সময়ে দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর একদিনের বিরতি দিয়ে রবিবার (২৩ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত আর আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত আর ২৬ সেপ্টেম্বর আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সূচিতে দেখা যাচ্ছে, আবুধাবিতে ভারতের কোনো ম্যাচ নেই। কিন্তু অন্য সব দলের আবুধাবিতে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের দুইটি ম্যাচও ভারত দুবাইতে খেলছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। সুতরাং, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও তাদের দুবাইয়ের বাইরে যেতে হচ্ছে না।

এক নজরে এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত সূচিঃ

তারিখ

বার ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার ভারত বনাম বাংলাদেশ দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার পাকিস্তান বনাম আফগানিস্তান আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার পাকিস্তান বনাম ভারত দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার বাংলাদেশ বনাম আফগানিস্তান আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার ভারত বনাম আফগানিস্তান দুবাই বিকাল সাড়ে পাঁচটা
২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধাবার পাকিস্তান বনাম বাংলাদেশ আবুধাবি বিকাল সাড়ে পাঁচটা
২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার ফাইনাল দুবাই বিকাল সাড়ে পাঁচটা

 


আরো সংবাদ



premium cement
তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি

সকল